আগামী ৩১ আগস্ট রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে ‘মুক্তি কনসার্ট’র ঘোষণা দিয়েছিল বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনস (বামবা)। তবে ২৭ আগস্ট কনসার্টটি থেকে সরে দাঁড়িয়েছে ব্যান্ড সংগীতশিল্পীদের এই সংগঠন।
মঙ্গলবার, বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনস (বামবা) তাদের অফিশিয়ালন ফেসবুক পেজে লিখেছেন, ‘বন্যা পরিস্থিতি ও দেশের সার্বিক অবস্থা চিন্তা করে বামবা সিদ্ধান্ত নিয়েছে যে ৩১ আগস্টের ‘দি বাংলাদেশি ভয়েস’ আয়োজিত ‘মুক্তি কনসার্ট’-এ বামবা অংশগ্রহণ করবে না।’
পাশাপাশি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে বামবা।
এ বিষয়ে বামবা’র অন্যতম সদস্য শিরোনামহীন ব্যান্ডের দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘কাছ থেকে যতটা দেখেছি, মুক্তি কনসার্টের ব্যাপারে বামবা’র সর্বোচ্চ সদিচ্ছা ছিল। কিন্তু এত অল্প সময়ে সবকিছু গুছিয়ে এতবড় কোনো আয়োজন করা খুবই কঠিন কাজ। যে কারণে এর থেকে সরে দাঁড়িয়েছে বামবা। অন্যকিছু নয়, বামবা ও এই কনসার্টের আদর্শগত দিক একই।’
তিনি আরও জানান, ‘বামবা সরে দাঁড়ালেও মুক্তি কনসার্টে যে ব্যান্ডগুলোর পারফর্ম করার কথা ছিল, তাঁরাই পারফর্ম করবে। এতে শিরোনামহীনও থাকছে।’
প্রসঙ্গত, আরেকদিকে ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘জরুরি সংযোগ’ কনসার্ট থেকে ২১ লাখ টাকারও বেশি ডোনেশন নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াতে ফেনীর ছাগলনাইয়ায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন শিরোনামহীন সদস্যরা।আবার ২৮ আগস্ট, বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ‘কনসার্ট ফর দ্য ফ্লাড ভিক্টিমস’-এও পারফর্ম করবে শিরোনামহীন।