ভারতীয় বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে অমর কৌশিক পরিচালিত হরর কমেডি সিনেমা ‘স্ত্রী ২’। মুক্তির মাত্র চার দিনে ২০০ কোটি আয়ের রেকর্ড ছাড়িয়েছে সিনেমাটি।
ট্রেড অ্যানালিস্ট সূত্রে খবর, এ সিনেমা চতুর্থ দিনে ভারতে মোট ৫৮.২ কোটি টাকার ব্যবসা করেছে। মুক্তির দিন ছিল ভারতের স্বাধীনতা দিবস অর্থাৎ ছুটি। দ্বিতীয় দিনে আয়ের পরিমাণের সঙ্গে ৩৫.৩ কোটি যোগ হয়। তৃতীয় দিনে আয়ের পরিমাণ ছিল ৪৫.৭ কোটি টাকা। অর্থাৎ প্রথম চার দিন মিলিয়ে ভারতীয় বক্স অফিসে মোট আয়ের পরিমাণ ২০০ কোটি পার করে ২০৪ কোটিতে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা। চার দিন শেষে পুরো বিশ্বে আয়ের পরিমাণ ২৮৩ কোটি টাকা।
উল্লেখ্য, দীনেশ ভিজানের ‘হরর কমেডি ইউনিভার্স’-এর অংশ ‘স্ত্রী ২’। ২০১৮ সালে ‘স্ত্রী’র হাত ধরে এই ইউনিভার্স শুরু হয়। যার পরবর্তী সিনেমাগুলো হলো ‘রুহি’, ‘ভেড়িয়া’ ও ‘মুঞ্জ্যা’। সেই ইউনিভার্সের নতুন সংযোজন ‘স্ত্রী ২’।