২৪ জানুয়ারি মুক্তির আশায় থাকা অক্ষয় কুমার ও বীর পাহাড়িয়া অভিনীত ‘স্কাই ফোর্স’ সিনেমা আয়ের হিসেবে এরই মধ্যে প্রবেশ করেছে কোটি রুপির ঘরে।
টিকেট ছাড়ার মাত্র তিন ঘন্টার মধ্যে সিনেমার হিন্দি ভার্সন ১৮,৩৭৫ টিরও বেশি টিকিট বিক্রি করেছে এবং প্রথম দিনের অগ্রিম বুকিংয়ের সংখ্যা ৪০ লক্ষ রুপি। সকল ফরম্যাটে সিনেমার অগ্রিম বুকিং থেকে ১.৫৪ কোটি রুপি সংগ্রহ করেছে।
১৯৬৫ সালে ভারত-পাকিস্তানের প্রথম বিমান হামলার গল্পের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘স্কাই ফোর্স’। অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া ছাড়াও সিনেমার গুরুত্বপূর্ণ দু’টি চরিত্রে ভারতীয় বিমান বাহিনীর পাইলট হিসেবে অভিনয় করছেন।
সন্দীপ কেলওয়ানি ও অভিষেক কাপুরের যৌথ পরিচালনায় নির্মিত সিনেমাটি নিয়ে আশাবাদী পুরো ‘স্কাই ফোর্স’ টিম।