Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫

বলিউড সিরিজে অভিনয় করছেন আরিফিন শুভ

মুক্তিযুদ্ধ নিয়ে বলিউড সিরিজে থাকছেন আরিফিন শুভ

মুক্তিযুদ্ধ নিয়ে বলিউড সিরিজ, থাকছেন আরিফিন শুভ

কলকাতার নির্মাতা সৌমিক সেন কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সিরিজ নির্মাণ করবেন। মুক্তিযুদ্ধ নিয়ে বলিউড সিরিজে থাকছেন আরিফিন শুভ। বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে।

মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত এই সিরিজটির প্রথম ঝলক প্রকাশিত হয়েছে যেখানে সত্তরের দশকের লুকে হাজির আরিফিন শুভ।

ভারতের জনপ্রিয় প্ল্যাটফর্ম সনি লিভ তাদের আসন্ন বেশ কিছু প্রজেক্টের কিছু ঝলক প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে শুভকেও। ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে অভিনয় করেছেন আরিফিন শুভ। এটি তার বলিউডের কোনো কাজে প্রথম অংশগ্রহণ।

কয়েক সেকেন্ডের ঝলকে শুভকে একাধিক চমকপ্রদ লুকে হাজির হতে দেখা যায়। কখনো তিনি ধূসর রঙের স্লিম কাট স্যুটে, আবার কখনো সাদা ঝকঝকে স্যুট পরে নাচের ভঙ্গিতে ধরা দিয়েছেন। এ ছাড়া তাকে দেখা গেছে সাদা পাঞ্জাবিতেও। প্রতিটি লুকের সঙ্গে রেট্রো স্টাইলের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।

জনপ্রিয় পরিচালক সৌমিক সেন সিরিজটি নির্মাণ করেছেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই গল্পে শুধু শুভই নন, ভারতের টলিউড ও বলিউডের বেশ কিছু পরিচিত মুখও যুক্ত হয়েছেন। এর মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী সৌরসেনি মিত্রা, যিনি শুভর বিপরীতে অভিনয় করেছেন। পুরো সিরিজের শুটিং করা হয়েছে রেট্রো স্টাইলের সেটে, যা সময়টা তুলে ধরেছে। প্রযোজনা সংস্থা দাবি করেছে, দর্শক যেন সত্যিই ৭০-এর দশকে ফিরে যাওয়ার অনুভূতি পান, সেটিই তাদের প্রধান লক্ষ্য ছিল।

এদিকে, সিরিজটিতে শুভর লুক প্রকাশের পর থেকেই দর্শক ও শুভভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজ কেবল ভিন্ন স্বাদের গল্পই নয়, বরং শুভর নতুন রূপও দর্শকদের জন্য হবে বড় চমক। বলিউডে পা রাখলেন শুভ, এটা তার ভক্তদের জন্যও দারুণ এক সুখবর। এখন সিরিজটির পূর্ণাঙ্গ একক টিজার প্রকাশের অপেক্ষায় ভক্তরা।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাদক কাণ্ডের অভিযোগ

মাদক কাণ্ডের অভিযোগ : সাফা কবিরের প্রতিক্রিয়া গত বছরের শেষের দিকে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠে টিভি নাটকের…

বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে বললেন জয়া আহসান

বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান রবিবার কলকাতার একটি অনুষ্ঠানে অংশ…
Exit mobile version