সোলস ব্যান্ডের অন্যতম সদস্য – কীবোর্ড প্লেয়ার মীর মাসুম এবার নতুন ঠিকানায়।
ঠিকানাটি তার কাজের। সম্প্রতি নিকেতনে ’শব্দঘর স্টুডিও’ নামে নিজের স্টুডিও নিয়ে যাত্রা শুরু করেন তিনি। এর আগে সাভারে নিজের বাসাতেই ব্যক্তিগত কাজগুলো করতেন।
ব্যান্ডের বাইরে মীর মাসুম একজন সফল মিউজিক এরেঞ্জার এবং কম্পোজার। তিনি গানও করেন। নাটকের গান ও জিঙ্গেল করেছেন একাধিক। তাই সবসময়ই তার নিজস্ব কাজের ঠিকানা দরকার ছিল বলে জানান এই সঙ্গীত শিল্পী।
নিকেতনের নতুন স্টুডিও নিয়ে তিনি বলেন, “কাজের প্রয়োজনেই এদিকে একটি স্টুডিওর প্রয়োজন ছিল। অনেকের পক্ষেই সাভারে যখন তখন যাওয়া সম্ভব নয়।”
তবে সাভারে নিজের স্টুডিওটি আগের মতোই থাকবে। তার দুই সন্তানও বাসায় টুকটাক সঙ্গীত সাধনা করেন।
উল্লেখ্য মীর মাসুমের ভাই মীর মারুফও একজন সুরের মানুষ। তিনি একজন সফল ডিজে। তাদের দুইজনের সম্মিলিত প্রডাকশন হাউজ ‘মীর ব্রাদারস’। ’বাবু খাইছো’ গানটি দিয়ে এই দুই ভাই ‘পার্টি’ জগতে রীতিমত সাড়া ফেলে দেন।
মীর মাসুম তার এই নতুন যাত্রা নিয়ে আশাবাদী। তিনি মনে করেন, এখন তার কাজের মাধ্যমে উপস্থিতি বেড়ে যাবে কয়েকগুণ।
চলে গিয়েও ক্রিসমাসে ফিরে এলেন যারা
চলে যাওয়া মানেই যে প্রস্থান নয়, মানুষ বেঁচে থাকে তার কাজের মধ্য দিয়েই। বিশেষ করে তারা যদি হয় তারকারা তাহলে…