কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সংগীতশিল্পী সিঁথি সাহা। নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি হসপিটালে তার প্রথম সন্তানের আগমন ঘটে। ক্যানসারের সাথে লড়াই করে যাওয়া এই গায়িকার জন্য মা হওয়ার এই সফরটি যেন এক যুদ্ধ জয়ের শামিল।
২০২২ সালে সিঁথি জানতে পারেন তার শরীরে বাসা বেঁধেছে ব্রেস্ট ক্যানসার। জীবনযুদ্ধের শুরু তখন থেকেই। দেশে–বিদেশে করেন চিকিৎসা। এর মধ্যে সিদ্ধান্ত নেন ক্যানসারের কাছে হার না মেনে পৃথিবীতে নিজের অস্তিত্ব রেখে যাবেন। সেই সিদ্ধান্তের ফলস্বরূপ গর্ভে সন্তান আসে তার। কিন্তু এত মারাত্মক এক ব্যাধির সাথে লড়াই করার সময় সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারবেন কিনা, তা নিয়ে ছিল সংশয়। কঠিন চিকিৎসারে মধ্য দিয়ে দিন কাটাতে হয় তাকে।
অবশেষে ১৯ সেপ্টেম্বর সিঁথির সন্তান পৃথিবীর আলো দেখতে পায়। টানা ১৪ দিন হাসপাতালে থাকার পর ৪ অক্টোবর মা-মেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেন। যুদ্ধে জয়ী হয়ে মেয়েকে পেয়েছেন, তাই এই গায়িকা মেয়ের নাম রেখেছেন- সামারা জয়ী।
সিঁথি তার অফিশিয়াল ফেসবুক থেকে নিজেই জানান তার মা হওয়ার খবরটি। আপাতত তিনি ও তার মেয়ে সুস্থ আছেন।