মেয়ে দুয়ার জন্মের তিন মাস পর ৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে প্রথমবার জনসমক্ষে এলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একঝাঁক ভিডিওতে দেখা মিলেছে সংগীতশিল্পী ও বলিউড অভিনেতা দিলজিতের কনসার্টে বেশ খোশ মেজাজী এক দীপিকার। এমনকি নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওবার্তায় দেখা মিলেছে দীপিকা পাডুকোনের।
কোথাও দিলজিৎকে দেখা দেখে ভক্তদের অবাক করে দিয়ে দীপিকাকে মঞ্চে ডেকে নিতে। কোথাও আবার বন্ধুদের সাথে গ্যালারিতে বসে আছেন অভিনেত্রী। মঞ্চে উঠে দিলজিতের সাথে ভাংরা নাচেও মেতেছিলেন দীপিকা। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত কনসার্টে একেবারে অন্যমুডে দিলজিতের দুর্দান্ত পারফরম্যান্স উপভোগ করছেন দীপিকা। তার পরণে ছিল সাদা সোয়েটশার্ট এবং নীল জিন্স।
উল্লেখ্য, দীপিকা পাডুকোনকে সর্বশেষ দেখা গিয়েছিল নাগ অশ্বিনের কল্কি ২৮৯৮ এডি এবং রোহিত শেট্টির সিংঘম এগেইন সিনেমায়। চলতি বছরের ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্মের পর ছোট দুয়াকে নিয়েই ব্যস্ত সময় পার করেছিলেন তিনি।