না ফেরার দেশে চলে গেলেন বলিউডের দর্শকপ্রিয় শো ‘কুমকুম ভাগ্য’-এর অভিনেত্রী আশা শর্মা। ২৫ আগস্ট মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুযায়ী, আশা শর্মার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন (সিআইএনটিএএ)। শোক প্রকাশ করে সংগঠনটি জানিয়েছে, আসার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।
যদিও অভিনেত্রীর মৃত্যুর কারণ সম্পর্কে এখনো স্পষ্টত কিছু জানা যায়নি।
প্রসঙ্গত, আশা শর্মাকে বেশির ভাগ সময় দেখা গেছে মা ও দাদির চরিত্রে অভিনয় করতে। থিয়েটার, টেলিভিশন এবং সিনেমা, বিনোদনের সকল মাধ্যমেই তিনি সমানভাবে কাজ করেছেন।
বড় পর্দায় সর্বশেষ অভিনেত্রীকে দেখা গিয়েছিল প্রভাস ও কৃতি শ্যানন অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমায়। দর্শকপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’, ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’, ‘এক অর মহাভারত’-র মত টেলিভিশন প্রোগ্রামে অভিনয় করে দর্শকদের মনে চিরকালের জন্য গেঁথে রয়েছেন আশা শর্মা।