অল্লু অর্জুনের মোমের মূর্তি তৈরি করতে যাচ্ছে মাদাম তুসো জাদুঘর।এর আগে দক্ষিণী তারকাদের মধ্যে প্রভাস ও মহেশ বাবু এই সম্মান পেয়েছিলেন।
জাদুঘরটির লন্ডন শাখায় নিজের মোমের মূর্তি তৈরির জন্য মাপ দিতে ২০-২১ সেপ্টেম্বরের দিকে ভারত ছাড়ার কথা রয়েছে তারকার।
৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পাওয়া এ অভিনেতার হাতে রয়েছে ছবিটির সিকুয়েল ‘পুষ্পা: দ্য রুল’ এর কাজ।এছাড়াও ত্রিবিক্রম শ্রীনিবাসের সাথেও একটা ছবি করার কথা রয়েছে তারকার। ৫০০ কোটি বাজেটে নির্মিত ছবিটির শুটিং থেকে কিছুটা বিরতি নিয়েই লন্ডনে নিজের মূর্তির জন্য মাপ দিতে লন্ডনে যাচ্ছেন ‘গঙ্গোত্রী’ খ্যাত এ তারকা।
তামিল, তেলুগু, হিন্দি, মালায়ালম ও কন্নড় ভাষায় ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পেতে যাওয়া চলচ্চিত্রটি অজয় দেবগনের ‘সিংহাম এগেইন’ এর সাথে বক্স অফিসে টেক্কা দিবে বলে জানা গেছে।
তবে নিজেদের ‘পুষ্পারাজ’কে মোম হিসেবে দেখতে বরাবরই উদ্গ্রীব হয়ে আছেন তার ভক্তকুল।