‘থাগস অব হিন্দুস্তান’ আর ‘লাল সিং চাড্ডা’ সিনেমা দুটিতে প্রত্যাশিত সাফল্য পাননি বলিউডের মেগাস্টার আমির খান। তারপর থেকেই যেন আড়ালে চলে গেছেন এই অভিনেতা। অনেকদিন ছিলেন অভিনয়ের বাহিরেও। তবে এ বছর ফিরছেন ‘সিতারে জামিন পার’ দিয়ে। সাথে দিলেন আরেক সুসংবাদ। মহাভারত আসছে বলে আভাস দিলেন আমির খান।
আমিরের ভাষ্যমতে, আর অপেক্ষা নয়, এবার মহাভারতকে সিনেপর্দায় নিয়ে এসে স্বপ্নপূরণ করতে চলেছেন তিনি। বিগত দেড় দশক ধরেই এই মহাকাব্যকে বড়পর্দার জন্য তৈরি করার পরিকল্পনা করছেন মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু একাধিকবার ইতিহাস কিংবা পুরাণভিত্তিক বলিউড সিনেমাকে যেভাবে বিতর্কে জড়াতে হয়েছে, সম্ভবত সেই কারণেই আর ‘মহাভারত’ তৈরি করার স্পর্ধা দেখাননি আমির।
সম্প্রতি এবিপি নেটওয়ার্কের এক অনুষ্ঠানে এসে এই খবরটি দিলেন অভিনেতা। আমির জানিয়েছেন, ‘আমার বহুদিনের স্বপ্ন মহাভারতের আদলে সিনেমা তৈরি করব। এবার সেই স্বপ্নপূরণ করার সময় চলে এসেছে। দেখি আমি নিজে কোনও চরিত্রে অভিনয় করতে পারি কিনা!’
অতীতে শোনা গিয়েছিল, কৃষ্ণ এবং কর্ণ- মহাভারতের এই দুই শক্তিশালী চরিত্র নিয়ে দ্বন্দ্বে পড়েছেন মিস্টার পারফেকশনিস্ট। কোন চরিত্রটা নিজের জন্য বেছে নেবেন সিদ্ধান্ত নিতে পারছেন না! সেইসময়ে এমন গুঞ্জনও উঠছে যে, আমির খানের মহাভারতে একটা বড় চমক হতে চলেছে কাস্টিং! দশরথের ভূমিকায় অমিতাভ বচ্চন, অর্জুনের চরিত্রে হৃতিক রোশন এবং দ্রৌপদীর ভূমিকায় ঐশ্বরিয়া রায় বচ্চনকে ভেবে রেখেছেন অভিনেতা-পরিচালক।
বর্তমানেও কাস্টিংয়ের ক্ষেত্রে তেমনই ভাবনা রেখেছেন কিনা, সেটা জানাননি আমির খান। তবে এবার যে তিনি মহাভারতকে বড়পর্দায় নিয়ে আসতে মরিয়া, তার ইঙ্গিত দিলেন জনসমক্ষেই। তবে আমিরের এই মহাভারত কি তার নিজের প্রযোজনায় হতে যাচ্ছে নাকি এটি এস এস রাজামৌলির মেগা প্রজেক্ট, সেই বিষয়ে কিছুই জানা যায়নি। বাহুবলী নির্মাতা নিজের আসন্ন প্রজেক্টগুলোর মধ্যে মহাভারতকে রেখেছেন। এটি তার ক্যারিয়ারের অন্যতম বিশাল প্রজেক্ট হতে যাচ্ছে। আমির খান কি সেখানেই অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন? নাকি মহাভারতকে নিজস্ব আঙ্গিকে হাজির করতে চান আমির তা এখনো অজানা।