ডিজাইনার নয় এইবার পরিচালক হিসেবে দর্শকের মাঝে হাজির হতে যাচ্ছেন বলিউডের বিখ্যাত ডিজাইনার মনীশ মালহোত্রা।
বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যমতে, মীনা কুমারীর উপর বায়োপিক নির্মাণ করবেন মনীশ।
গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন মনীশ । ডিজাইনার জানান, সিনেমাটি নির্মাণের জন্য তিনি অভিনেত্রীর অনেক জীবনী পড়েছেন । মীনা কুমারীর জীবনের উপর লেখা বইয়ের উপর ভিত্তি করেই ছবিটি নির্মাণ করা হবে বলে জানান মনীশ ।
তবে, সিনেমাটির চিত্রনাট্য লেখা এখনো শেষ হয়নি বলে জানা গেছে।
কিছুদিন আগে মীনা কুমারীর সৎ-ছেলে তাজদার আমরোহী মীনা কুমারীর বায়োপিকের জন্য মনীশ মালহোত্রার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে খবরের শিরোনামে পরিণত হয়েছিলেন।