তরুণ সমাজকে ভোট দিতে আগ্রহী করে তুলতে ভোটের গান নিয়ে ফিরলেন পপ গায়িকা মিলা। গানের নাম- ‘গো ভোট’।
গানের মিউজিক ভিডিওটিতে মিলাকে দেখা গেছে তার চিরপরিচিত অবতারে। ‘গো ভোট’ শীর্ষক গানটি প্রকাশিত হয়েছে গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটির সংগীতায়োজনে আছেন আদিব কবির। আর কথা ও সুরের কাজ করেছেন অটামনাল মুন। এছাড়া মিউজিক ভিডিওটি তৈরি করেছেন তরুণ নির্মাতা সোহেল রাজ।
ভোট নিয়ে গান গাওয়া প্রসঙ্গে মিলা জানান, “মূলত ক্যাপ (ক্যাম্পেইন এডভোকেসি প্রোগ্রাম) এর মুবিন ভাইয়ের উৎসাহে গানটির সাথে আমি যুক্ত হয়েছি। এতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে সর্বক্ষণ পাশে ছিলেন প্রিয় সংগীত ব্যক্তিত্ব জুয়েল মোর্শেদ ভাই। দেশের প্রতি নিজের একটা দায়িত্ববোধ থেকেই গানটি গেয়েছি। এমনকি ভিডিও তৈরির জন্য আমি নিজেই প্রিয় সেলিব্রিটিদের কাছে গিয়ে ভিডিও বাইট সংগ্রহ করেছি।“
প্রসঙ্গত, গানের ভিডিওটিতে চমক হিসেবে একঝাঁক সেলিব্রেটি ও ইনফুলয়েন্সার অংশ নিয়েছেন। তারা ‘গো ভোট’ লেখা প্ল্যাকার্ড হাতে ভোটারদের ভোট দিতে আহব্বান জানিয়েছেন।