Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

ভৈরবে ‘কনসার্ট ফর জুলাই ফাইটার্স’  

কিশোরগঞ্জ জেলার ভৈরবে ‘কনসার্ট ফর জুলাই ফাইটার্স’ শিরোনামে একটি কনসার্ট আয়োজন করা হচ্ছে । কনসার্টটিতে গান গাইবে ব্যান্ড অ্যাশেজ ও সোনার বাংলা সার্কাস। জুলাই অভ্যুত্থানের সময় শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার ও আন্দোলনে আহত ব্যক্তিদের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।

কনসার্টের আয়োজন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভৈরব শাখা। আগামীকাল শুক্রবার ভৈরব পৌর স্টেডিয়ামে গান শোনাবে ব্যান্ড অ্যাশেজ ও সোনার বাংলা সার্কাস। এ ছাড়া অ্যালগরিদম বাংলাদেশসহ একাধিক স্থানীয় শিল্পী এই কনসার্টে পারফর্ম করবেন।

কনসার্টের পোস্টার

কনসার্টের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন গনমাধ্যমকে বলেন, ‘কনসার্টের সার্বিক নিরাপত্তায় আমরা প্রস্তুতি সভা করেছি। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ, আয়োজক অনেকের সঙ্গেই আমরা বসেছি। আয়োজনকে সফল করতে ইভেন্টের দিন বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভৈরব প্রতিনিধি শরিফুল জয় গনমাধ্যমকে বলেন, ‘শেষ মুহূর্তের কিছু কাজ চলছে। ভৈরবের ইতিহাসের অন্যতম একটি বড় আয়োজন হতে যাচ্ছে এটি। তাই আয়োজনে কোনো কমতি রাখছি না আমরা’।

কনসার্টের পাশাপাশি আলোকচিত্র প্রদর্শনীও হবে বলে জানিয়েছেন তিনি। সারা দেশের আন্দোলনের সাথে ভৈরবের আন্দোলনের দিনগুলোর চিত্র তুলে ধরা হবে তাতে। এই প্রদর্শনী ও কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ জুলাই আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের কল্যাণে ব্যয় করা হবে বলে জয় জানিয়েছেন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অপহরণের শিকার অভিনেত্রী নিঝুম

২১ জানুয়ারি রাজধানীতে দিনেদুপুরে অপহরণের মুখে পড়েছিলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। অল্পের জন্য বেঁচে বেড়িয়ে…

দাঙ্গা বদলে দিলো নায়ক রাজ্জাকের জীবন

বাংলাদেশি চলচ্চিত্রের সেরাদের সেরা নায়করাজ রাজ্জাকের ৮৩তম জন্মদিন আজ। ষাটের দশকে ছোট্ট একটা চরিত্র দিয়ে…

জীবন বাঁচানো অটোচালকের সাথে দেখা করলেন সাইফ আলী

মুম্বাইয়ের নিজ বাসায় ছুরিকাঘাতে আহত হওয়ার পর বাড়িতে কোনো গাড়িই প্রস্তুত ছিলো নাহ সাইফ আলী খানকে হাসপাতালে…
0
Share