চার বছর বিরতির পর আবারও ঢাকায় শুরু হতে যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের উৎসব। ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’ অনুষ্ঠিত হওয়ার তারিখ ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে।
জানা গেছে, নতুন বছর, অর্থাৎ ২০২৫ সালের শুরুতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর। জানুয়ারি মাসের ২৩, ২৪ ও ২৫ তারিখে চলবে এ উৎসব। বরাবরের মত রাজধানীর আর্মি স্টেডিয়ামেই আসর বসবে ফোক ফেস্টের।
ফোক ফেস্ট নিয়ে তথ্যগুলো নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠান সান কমিউনিকেশন।
সর্বপ্রথম ২০১৫ সালে লোকসংগীতের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সেই অনুষ্ঠানে ১৭টি দেশের ৫০০ জন লোকসংগীত শিল্পী অংশ নেন। এরপর থেকে প্রতিবছর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছিল। চলেছে টানা ২০১৯ সাল পর্যন্ত। এরপর করোনাকালীন মহামারীর কারণে ২০২০ সাল থেকে বন্ধ হয়ে যায় অনুষ্ঠানটি।
২০১৯ সালের পর চার বছরের বিরতি কাটিয়ে ২০২৫ সালে বসতে যাচ্ছে সংগীতের এ বড় উৎসব।
আয়োজকরা আশা করছেন, আগে যেমন ভালোবাসা পেয়েছে ফোক ফেস্ট, তেমন করেই পরবর্তী আসরও দর্শকরা সানন্দে গ্রহণ করবেন। তারা দাবি করছেন, আগের উৎসবের তুলনায় এবারের আয়োজন বেশি জাঁকজমকপূর্ণ থাকবে। বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরের লোকগানের শিল্পীরাও অংশ নেবেন এবারের ফোক ফেস্টে। সেই সঙ্গে শিল্পী তালিকাতেও দর্শকদের জন্য আছে নতুন চমক।
কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, নিয়মকানুন, কোন কোন শিল্পী আসছেন ইত্যাদি বিষয়ে খুব শীঘ্রই জানানো হবে।