ইতালির ভেনিস শহরে জমকালো আয়োজনে পর্দা উঠেছে ৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবের। এবারের আসরে প্রদর্শিত হবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জোকার: ফলি আ ডিউ’। এছাড়াও আছে অ্যাঞ্জেলিনা জোলির ‘মারিয়া’।
ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, পৃথিবীর সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবগুলোর একটি হলো ভেনিস চলচ্চিত্র উৎসব। ২৮ আগস্ট থেকে শুরু হওয়া এই উৎসব এবছর চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। যেখানে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে ২১টি সিনেমা। বিশ্ববিখ্যাত সব নির্মাতার সিনেমাগুলো থেকে শেষ পর্যন্ত কার হাতে উঠবে উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন, সেই অপেক্ষায় আছে দর্শকরা। এবার প্রধান জুরির দায়িত্ব পালন করবেন নন্দিত ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার।
৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবে এবার জায়গা করে নিয়েছে জোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জোকার: ফলি আ ডিউ’। ছবিটি ৪ অক্টোবর হলে মুক্তির আগেই প্রিমিয়ার হবে ভেনিসে।
এছাড়া পাবলো লরেইনের ‘মারিয়া’ চলচ্চিত্রও আছে এই প্রতিযোগিতায়। চিলিয়ান নির্মাতা প্রখ্যাত অপেরা গায়িকা মারিয়া ক্যালাসের জীবনের কাহিনী অবলম্বনে নির্মাণ করা হয়েছে সিনেমাটি। এতে মারিয়ার চরিত্রে রয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি।
প্রসঙ্গত, এবার মূল প্রতিযোগিতা বিভাগে আরও জায়গা পেয়েছে আলোচিত ইতালীয় নির্মাতা লুকা গুদানিনোর নতুন সিনেমা ‘কুইয়ার’। এতে প্রধান চরিত্রে দেখা যাবে ড্যানিয়েল ক্রেগকে।
একনজরে ভেনিস চলচ্চিত্র উৎসব
উদ্বোধনী সিনেমা: ‘বিটলজুস বিটলজুস’, যুক্তরাষ্ট্র
সমাপনী সিনেমা: ‘দ্য আমেরিকান ব্যাকইয়ার্ড’, ইতালি
প্রধান জুরি: ইজাবেল হুপার
মূল প্রতিযোগিতা বিভাগ: লড়বে ২১টি সিনেমা
সর্বোচ্চ পুরস্কার: স্বর্ণসিংহ
সঞ্চালক: উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের সঞ্চালক মডেল যেভেভা আলভেতি
আজীবন সম্মাননা: সিগুর্নি ওয়েভার