Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

ভুল স্বীকার করলেন দেব

দেব | ছবি: ফেসবুক

মুক্তির অপেক্ষায় আছে টালিউড সুপারস্টার দেবের নতুন সিনেমা ‘খাদান’। ছবিটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে এমন সময়ে একজন ভক্তের মন খারাপের কারণ হয়ে দাঁড়ান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, ‘খাদান’ সিনেমার প্রচারণার জন্য ৮ ডিসেম্বর দেব গিয়েছিলেন মধ্যমগ্রামে। অভিনেতা যে সেখানকার একটি শপিংমলে হাজির হবেন, খবরটি আগে থেকেই জানা ছিল ভক্তদের। এর ফলস্বরূপ, বেলা বাড়তেই শুরু হয় ভিড় জমা। সৃষ্টি হয় দেবভক্তদের বিশাল জনসমাগমের। তবে এই ভিড় নিয়েই ঘটে এক বিপত্তি।

সেই জনসমাগমের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দেবের একজন ভক্ত। যার নাম মোহনা। অভিমানী সুরে তিনি ক্যাপশনে লেখেন, ‘স্টারডম থাকা ভালো কিন্তু এরকম দরকার নেই। তুমি দেব না হয়ে অন্য কেউ হতে পারতে আমি ভালোবাসতাম তোমাকে। এরকম ইভেন্ট করার কি দরকার যেখানে তোমার ভক্তরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তোমাকে দেখতে অবধি পায় না। কাল চার ঘন্টা দাঁড়িয়ে থেকে হাত পা কেটে নিয়ে ফিরে এসেছি।’

মোহনার এমন ভোগান্তির পোস্টটি নজর এড়ায়নি দেবের। পোস্টটি নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করে ক্ষমা চেয়ে অভিনেতা ইংরেজিতে লেখেন, ‘খুবই দুঃখিত মোহনা এটার জন্য। পরের বার তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করব। খাদানকে সমর্থন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

ভক্তের কষ্ট ও ভোগান্তি বুঝতে পেরে এমন বিনয়ী মনোভাব প্রদর্শন করায় দেব আরও একবার জয় করে নিয়েছেন তার অনুরাগীদের মন। বিষয়টি নিয়ে নেটিজেনদের অনেককেই লিখতে দেখা গেছে, দেব বলে কথা! এমনটা শুধু দেবই করতে পারেন। তাই তার জন্যই ভক্তদের নাকি ‘পরাণ যায় জ্বলিয়া রে’।

প্রসঙ্গত, ‘খাদান’ সিনেমাটি মুক্তি পাবে বড়দিনের ঠিক আগে ২০ ডিসেম্বর। দেব ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। আর ছবিটি পরিচালনা করেছেন সুজিত দত্ত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও

সোহেল রানা ৫০ বছর পর গোপন প্রেমের কথা সামনে আনলেন

সোহেল রানার প্রেমের কথা ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক সোহেল রানা। যিনি পরে প্রযোজনাও করেছেন বেশ কিছু…
সোহেল রানা ৫০ বছর পর

বাধ্যতামূলক সামরিক সেবার পর ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস

ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস আগামী ২০ মার্চ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে বিটিএস। তবে তারচেয়ে চমকপ্রদ খবর হল…
ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছে বিটিএস

ডলি জহুর অভিমান করে সিনেমা ছেড়েছিলেন

অভিনেত্রী ডলি জহুর ডলি জহুর বাংলাদেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় বরেণ্য তারকা অভিনেত্রী। বেশির ভাগ সময়েই মায়ের…
ডলি জহুর অভিমান করে
0
Share