ভারতের রাষ্ট্রপতি হতে যাচ্ছেন দক্ষিণ ভারতের অভিনেতা ধানুশ। তবে সেটা বাস্তবে নয়। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড. এ পি জে আব্দুল কালামের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘কালাম’-এ প্রধান চরিত্রে অভিনয় করবেন ধানুশ।
সিনেমাটির পরিচালক ওম রাউত। এবারের কান উৎসবে চলচ্চিত্রটি উন্মোচন করা হয়েছে। তিনি জানান, ‘কালাম’ চলচ্চিত্রের মাধ্যমে প্রাক্তন রাষ্ট্রপতি ড. কালামের জীবন, নেতৃত্বগুণ ও জাতি গঠনে তার অবদানের অন্তর্দৃষ্টি তুলে ধরা হবে। এ সিনেমা তার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা। ভারতের ‘মিসাইল ম্যান’খ্যাত ড. এ পি জে আব্দুল কালামের জীবনের উপর নির্মিত এই চলচ্চিত্রে রামেশ্বরম থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত তার যাত্রা দেখানো হবে।
চালক ওম রাউত বলেন, ‘এই যুগে সত্যিকারের রাষ্ট্রনেতার অভাব। সেদিক থেকে প্রাক্তন রাষ্ট্রপতি অনেক উপরে ছিলেন। তিনি শিক্ষা, উৎকর্ষতা ও দেশীয় উদ্ভাবনের শক্তির জন্য পরিচিত ছিলেন। তার গল্প পর্দায় তুলে ধরা একজন অভিনয় শিল্পীর জন্য চ্যালেঞ্জিং। সিনেমাটি তরুণদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে চলেছে’।
পরিচালক ওম রাউত এর আগে ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ এবং ‘আদিপুরুষ’ -এর মতো সিনেমা বানিয়েছেন। এবার নির্মাণ করবেন ‘কালাম’। বিগ বাজেটের এই চলচ্চিত্রটি প্রযোজনা করছেন অভিষেক আগারওয়াল এবং টি-সিরিজের ভূষণ কুমার।
সিনেমাটির সার্বিক সহযোগীতা করবে এ পি জে আবদুল কালাম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। এই বায়োপিকের চিত্রনাট্য লিখেছেন সাইউইন কোয়াডরাস, যিনি এর আগে ‘নীরজা’, ‘ময়দান’ এবং ‘পরমাণু : দ্য স্টোরি অব পোখরা ‘-এর চিত্রনাট্য লিখেছিলেন।