২৮ জানুয়ারি অভিনেত্রী শাবনূরের একটি ভিডিও বার্তা ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। ২ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিওতে, গাড়িতে ড্রাইভ করতে করতে দর্শক আর ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দেন এই অভিনেত্রী।
নিজের ফেসবুক পেজ থেকে শেয়ার করা ভিডিওর ক্যাপশনে অভিনেত্রীকে নিয়ে দীর্ঘ বার্তা দেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি লেখেন, “ইন্ড্রাষ্ট্রিতে শাবনূর একদিনে হয়নি। তাই তার ক্যারিয়ারের সম্মান করা, তাকে তার মত করে সময় উপযোগী করে দর্শকের সামনে নতুন করে আনা একজন পরিচালক হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য। দর্শকদের ভালোবাসাই সামনের পথ সুন্দর করে। তাদের ভালোবাসা না পেলে চারপাশ মলিন হয়ে যায়।তাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না।” সবশেষে শাবনূরকে ধন্যবাদ জানান চয়নিকা।
ভিডিও বার্তায় শাবনূরকে বলতে দেখা যায়, “আমি সব সময় আমার দর্শক আর ভক্তদের বেশি গুরুত্ব দিয়েছি। এখনও দেই। তাই বলছি, তোমরা যেটা চাইবে সেটাই হবে। তোমরা যেটা পছন্দ কর, সেটাই করার চেষ্টা করবো। তোমরা যেটা পছন্দ করো না তা কখনই করবো না ইনশাল্লাহ।”
সবশেষে ভক্তদের উদ্দেশে অভিনেত্রী বলেন, “তোমাদের ভালোবাসায় যেন আমি সারাজীবন বেঁচে থাকতে পারি। আর দোয়া করো, খুব তাড়াতাড়ি যেন আমি স্লিম হতে পারি।”
উল্লেখ্য, ৬ জানুয়ারি প্রকাশ্যে এসেছিল ‘রঙ্গনা’ ছবির ফার্স্ট লুক। সেখানে ভিন্ন তিন রুপে আসা শাবনূরের প্রশংসা করলেও দর্শকদের এক পক্ষ তার শারীরিক গঠন নিয়ে সমালোচনার শেষ রাখেনি।