Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

ব্যতিক্রমী গল্পের পাঁচটি সাইকো থ্রিলারের টুকিটাকি

বলিউডের সিনেমা মানেই শুধু রোমান্টিক প্রেম আর মারপিটের ধুন্ধুমার নয়। এমন অনেক সিনেমা আছে যা আমাদের মাথা ঘুরিয়ে দেয়, ভাবিয়ে তোলে। সেইরকম কিছু সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা যদি দেখতে চান, তাহলে এই তালিকাটা আপনার জন্য:

১. দৃশ্যম (Drishyam):

কোথায় দেখবেন: জিও হটস্টার (Jio Hotstar)

নিশিকান্ত কামাত পরিচালিত এই সিনেমাটা দেখলে অনেকদিন পর্যন্ত মাথার মধ্যে ঘুরপাক খাবে। অজয় দেবগন, টাবু, শ্রিয়া সরন, ঈশিতা দত্ত, মৃণাল যাদব, রজত কাপুর, কমলেশ সাওয়ান্ত এবং ঋষভ চাড্ডা অভিনীত এই সিনেমাটি ২০১৩ সালের মালয়ালম সিনেমার রিমেক। এর জনপ্রিয়তা এতটাই ছিল যে এর সিক্যুয়েল দৃশ্যম ২ (Drishyam 2) ২০২২ সালে মুক্তি পায় এবং দৃশ্যম ৩ (Drishyam 3) এর কাজও চলছে।

২. হাসিন দিলরুবা (Haseen Dilruba):

কোথায় দেখবেন: নেটফ্লিক্স (Netflix)

ভিনিল ম্যাথিউ পরিচালিত হাসিন দিলরুবা এমন একটা সিনেমা, যা দর্শকদের মুগ্ধ করতে সফল হয়েছে। এর অপ্রত্যাশিত গল্প আর টুইস্টগুলো দর্শকদের মন জয় করেছে। তাপসী পান্নু, বিক্রান্ত ম্যাসি এবং হর্ষবর্ধন রানে অভিনীত এই সিনেমাটি ২০২১ সালে মুক্তি পায়। এর সাফল্যের পর ২০২৪ সালে এর সিক্যুয়েল ফির আয়ি হাসিন দিলরুবা (Phir Aayi Hasseen Dillruba) নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।

৩. গজনি (Ghajini):

কোথায় দেখবেন: অ্যামাজন প্রাইম ভিডিও (Prime Video)

আমির খানের গজনি একটা ক্লাসিক সিনেমা। দুটো ভাঙা হৃদয়ের গল্প। এ আর মুরুগাদোস পরিচালিত এই সিনেমাটিতে আসিন থোট্টুমকাল, জিয়া খান এবং প্রদীপ রাওয়াতও অভিনয় করেছেন। শোনা যাচ্ছে আমির খান গজনি ২ (Ghajini 2) নিয়ে খুবই উৎসাহী।

৪. বদলা (Badla):

কোথায় দেখবেন: নেটফ্লিক্স (Netflix)

তাপসী পান্নুর অসাধারণ অভিনয়ের আরেক নিদর্শন হল বদলা। ২০১৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি স্প্যানিশ সিনেমা দ্য ইনভিজিবল গেস্ট (The Invisible Guest) এর রিমেক। সুজয় ঘোষ পরিচালিত এই সিনেমায় অমিতাভ বচ্চন এবং অমৃতা সিংও অভিনয় করেছেন।

৫. ডর: আ ভায়োলেন্ট লাভ স্টোরি (Darr: A Violent Love Story):

কোথায় দেখবেন: অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video)

১৯৯৩ সালের এই সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমাটি শাহরুখ খানের অন্যতম সেরা কাজ হিসেবে আজও পরিচিত। এই সিনেমায় শাহরুখ খান একজন স্টকারের ভূমিকায় অভিনয় করেছেন। সানি দেওল এবং জুহি চাওলাও প্রধান চরিত্রে অভিনয় করেছেন। যশ চোপড়া পরিচালিত এই সিনেমাটিতে দেখানো হয়েছে, একজন প্রেমিক কীভাবে পাগল হয়ে যায় যখন তার ভালোবাসার মানুষটি একজন নেভি অফিসারের সঙ্গে বাগদান করে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওসমান হাদির মৃত্যুতে তারকাদের শোক

হাদির মৃত্যুতে স্তব্ধ সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মারা গেছেন। বৃহস্পতিবার…
ওসমান হাদির মৃত্যু

মেহজাবীনের বিরুদ্ধে মামলার শুনানি পেছাল

মামলার বিষয়ে জবাব দাখিলের সময় ১২ জানুয়ারি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে করা…
মেহজাবীনের বিরুদ্ধে মামলার শুনানি পেছাল

মডেল মেঘনা আলম ঢাকা-৮ এর প্রার্থী হচ্ছেন

মডেল মেঘনা আলম নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা হিসাব। এরই মধ্যে ভিন্ন এক ঘোষণায় আলোচনায় এলেন মডেল…
মডেল মেঘনা আলম ঢাকা-৮ এর প্রার্থী

বাংলাদেশি শিল্পীদের ভূয়সী প্রশংসায় কলকাতার সোহিনী

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার বাংলাদেশেও ব্যাপক…
বাংলাদেশি শিল্পীদের ভূয়সী প্রশংসায়
0
Share