ওয়ার্ল্ড নোম্যাডস মিডিয়া ফেলোশিপের আওতায় ডিজিটাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েশন বেস্ট অ্যাওয়ার্ড লাভ করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক জাহিদুল ইসলাম ও নিয়ন্ত্রক আনোয়ার সাদাত রবির নির্মাণ করেন প্রামাণ্যচিত্রটি। এশিয়া-আমেরিকার ৩৮টি দেশের ৭৬ জন পেশাদার গণমাধ্যমকর্মীর ১২৪টি ডিজিটাল কন্টেন্টের মধ্যে বছরের সেরা কনটেন্ট হিসেবে নির্বাচিত হয় বিটিভি প্রতিনিধিদের প্রস্তুতকৃত ‘ইজিপ্ট আনভেইলড’। ক্ষুদে এই প্রামাণ্যতে মিসরের ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্যসহ শৈল্পিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছিল।
উল্লেখ্য, ১৯৬৪ সালে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর যাত্রা শুরু হয়। প্রতিদিন বাংলা ও ইংরেজি ভাষায় ৯ টি সংবাদ বুলেটিনসহ বিটিভি সম্প্রচার করছে নাটক, প্রামাণ্যচিত্র, সংগীত, শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যবিষয়ক নানা অনুষ্ঠান।