‘কাছের মানুষ দূরে থুইয়া’ খ্যাত তাসনিয়া ফারিণ জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাহসানের সাথে কণ্ঠ মিলিয়ে ‘রঙে রঙে রঙিন হব’ গান দিয়ে যতটা প্রশংসার ভাগী হয়েছিলেন, সম্প্রতি লন্ডনের মঞ্চে সেই গান বেসুরে গেয়ে তার চেয়ে বেশি কটাক্ষের শিকার হচ্ছেন।
সম্প্রতি লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়াম মঞ্চে গান করেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে ‘ইত্যাদি’তে প্রচারিত গানের লন্ডনে গাওয়া গানের মধ্যে বিস্তর তফাত দেখে ভক্তরা প্রকাশ করছেন নানান মিশ্র প্রতিক্রিয়া।
সোশ্যাল মিডিয়ায় লন্ডনের মঞ্চে ফারিণের গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি শেয়ার করে একজন লিখেছেন, ‘পেশাদার গায়িকা না হয়ে গানের দাওয়াতে না যাওয়া ভালো। যে হারে গানের দাওয়াত গ্রহণ করা শুরু করেছে পেশাদার গায়িকারাও এভাবে করে না। নিজের ক্যারিয়ারের ঝুড়িতে হাজার হাজার গান পড়ে আছে, এমন গায়িকারাও দাওয়াতে যেতে দুবার ভাবেন। আর এই নতুন শিল্পী একটা গান গেয়ে ভাইরাল হয়ে এভাবে যাওয়া ঠিক হচ্ছে না। নিজের ঝুলিতে আরও কিছু ভালো গান জমা পড়ুক, আস্তে ধীরে তারপরে যাওয়াটা উচিত ছিল—তাহলেই ট্রলের শিকার হতে হতো না।’
কমেন্টে কেউ বলেছেন, ‘হাতে মাইক্রোফোন নিলে শিল্পী হয় না, শিল্পী হতে হলে সাধনা করা দরকার।’
এসবের মাঝেও ফারিণের পক্ষ নিয়ে একজন লিখেছেন, ‘লাইভে গান গাওয়া আর অনুষ্ঠানে গান গাওয়ার ফারাক অনেক। লন্ডনে তিনি ভালোই গাইছেন গান কিন্তু সমস্যা ছিল মিউজিকে। লাইভে গান গাওয়ার আগে মিউজিক, স্কেল সব ঠিক করে মহড়া করে তারপর গাইতে হয়।’
উল্লেখ্য, গেল ঈদুল ফিতরে ‘রঙে রঙে রঙিন হব’ গানটি প্রকাশিত হবার পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে ফারিণের প্রথম গান। রেকর্ড পরিমাণ ভিউয়ের পাশাপাশি গানটি ট্রেন্ডিংয়ে ছিল দিনের পর দিন।