মেহজাবীন চৌধুরীর অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ থেকে আরেকটি সুখবর এসেছে। শনিবার, বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, এশিয়ান প্রতিযোগিতা বিভাগে পুরস্কার পেয়েছে ‘সাবা’। উৎসবের অফিসিয়াল পোস্টার শেয়ার করে মেহজাবীন তার প্রথম সিনেমার এই সাফল্যে টিমের সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
৮ মার্চ, শেষ হয়েছে ভারতের ১৬তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে ‘সাবা’ সিনেমাটি এশিয়ান প্রতিযোগিতা বিভাগ থেকে তৃতীয় পুরস্কার লাভ করেছে। সিনেমাটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন। তিনি জানান, “প্রতিযোগিতা বিভাগে এমন একটি পুরস্কার পাওয়া সত্যিই অনেক সম্মানের ব্যাপার। এখানে গুরুত্বপূর্ণ এশিয়ান সিনেমাগুলি অংশ নিয়েছিল, আর আমরা এই অর্জনে খুবই সম্মানিত।”
এদিকে, বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা বিভাগে সেরা সিনেমা হিসেবে পুরস্কার পেয়েছে ইরানের ‘ইন দ্য ল্যান্ড অফ ব্রাদার্স’, যা শরণার্থী সংকট নিয়ে নির্মিত। দ্বিতীয় পুরস্কার লাভ করেছে ইসরায়েলের সিনেমা ‘রিডিং ললিতা ইন তেহরান’, যা একজন শিক্ষকের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছে। এই উৎসবে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমিকে।
‘সাবা’ সিনেমার গল্প ২০ বছর আগে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনা নিয়ে, যেখানে আহত হয় ১২ বছর বয়সী একটি কিশোরী ও তার মা। গত বছর, সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রিমিয়ার হয় এবং পরবর্তীতে এটি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়। সিনেমাটি আগামী ১৪ মার্চ থেকে শুরু হওয়া জাপানের ২০তম ওসাকা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতা করবে। পরিচালক সিনেমাটি জুনের শেষ সপ্তাহে বা জুলাইয়ের প্রথম সপ্তাহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন।
সকালে, মেহজাবীন তার ভক্তদের সঙ্গে এই খুশির খবর শেয়ার করে লিখেছেন, “কী সুন্দর একটি সকাল!”