৮ অক্টোবর দক্ষিণ কোরিয়ার ২৮ তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ সময় বিকাল ৫ টা ৩০ মিনিট ( দক্ষিণ কোরিয়ার রাত ৮ টা ৩০ মিনিট ) মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এশিয়ার প্রতিষ্ঠিত নির্মাতাদের জন্য তৈরি করা উৎসবটির জিসোক বিভাগে দশটি চলচ্চিত্রের সাথে প্রদর্শিত হতে যাচ্ছে সিনেমাটি।
বুসান সিনেমা সেন্টারের সিনেমাথিকে প্রদর্শিত হতে যাওয়া চলচ্চিত্রটির প্রদর্শনীর আগেই টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে উৎসবটির মূল কেন্দ্র বুসান সিনেমা সেন্টারের আয়োজকদের সংশ্লিষ্ট বিভাগ।
এছাড়া৯ অক্টোবর সকাল ৯টায় সিনেমা সেন্টাম সিটি ফোরে এবং ১১ অক্টোবর রাত ৯টায় সিনেমা সেন্টাম সিটি টেন থিয়েটারে আবারও ছবিটির প্রদর্শনী হওয়ার কথা রয়েছে।
প্রথমবারের মত চরকির কোনও সিনেমা বুসানের প্রতিযোগিতায় জায়গা পাওয়ায় ৯ অক্টোবর রাত ৮টায় চরকি ‘বাংলাদেশ নাইট’ এর আয়োজন করার সিদ্ধান্তও নিয়েছে ।
রেদওয়ান রনি প্রযোজিত চলচ্চিত্রটির ট্রেলার ৫ অক্টোবর মুক্তি পেয়েছে।৪৮ ঘণ্টার মধ্যেই ভিডিওটি দেখা হয়েছে প্রায় ২ লক্ষ ৩৬ হাজারের বেশিবার। ফারহান( মোস্তফা সরোয়ার ফারুকী) ও তিথি ( নুসরাত ইমরোজ তিশা) নামক চলচ্চিত্র জগতের এক দম্পতির কাহিনী সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় দেখতে পাবে দর্শক।
৪ অক্টোবর শুরু হওয়া উৎসবটিতে ৬৯ টি দেশের প্রায় ২০৯ টি চলচ্চিত্র স্থান পেয়েছে। উৎসবটির নিউ কারেন্টস বিভাগে নির্বাচিত হয়েছে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’ এবং বিপ্লব সরকারের ‘আগন্তুক’। এছাড়া এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়েছে রবিউল আলম রবির ‘সুরাইয়া’ ছবির চিত্রনাট্য।