বেশকিছু দিন ধরেই জোর গুঞ্জন ছিল প্লাস্টিক সার্জারি করিয়ে চেহারায় পরিবর্তন এনেছেন গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ। অবশেষে সেই গুঞ্জনের ইতি টেনে গায়িকা দিলেন নতুন তথ্য। জানালেন প্লাস্টিক সার্জারি নয় বরং বিরল এক রোগে আক্রান্ত তিনি।
২০২৩ সালে একটি ভিডিও তৈরি করেছিলেন কন্টেন্ট ক্রিয়েটর মারিসা। ওই ভিডিও থেকেই প্রথম নজরে আসে সেলেনার চেহারা পাল্টে যাওয়ার বিষয়টি। যা দেখে অনেকে বলাবলি শুরু করেন সার্জারি করেছেন সেলেনা। তবে বিষয়টি নিয়ে তখন মারিসা জানিয়েছিলেন, লুপাস রোগের কারণে সেলেনার শারীরিক পরিবর্তন হয়ে থাকতে পারে।
সম্প্রতি সেই ভাইরাল ভিডিওতে সার্জারি নিয়ে মন্তব্য করেছেন ৩২ বছর বয়সী সেলেনা। তিনি লিখেছেন, ‘সত্যি বলতে, আমি এসব ঘৃণা করি। ফ্লেয়ারআপের কারণে স্ট্রাইপ করেছিলাম। বোটক্সও করেছি। এতোটুকুই। এবার আমাকে একা থাকতে দিন।’
লুপাস-আক্রান্ত সেলেনার এই ক্ষোভ প্রকাশের পর টিকটকার মারিসা ক্ষমা চেয়ে একটি নোট পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘আপনি যখন কিশোরী ছিলেন বা ২০-এর ঘরে বয়স, তখন আপনি দেখতে কেমন ছিলেন—তা আমাদেরকে ব্যাখা করার জন্য আপনি কারও কাছে দায়বদ্ধ নন।’
প্রসঙ্গত, ২০১৪ সালে সেলেনার লুপাস ধরা পড়ে। এটি একটি অটোইমিউন রোগ, যা নির্ণয়ের পর ২০১৭ সালে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। তবে চিকিৎসার পর কোন প্রেসক্রিপশন অনুসরণ করছেন তা প্রকাশ করা থেকে বিরত রয়েছেন তিনি।