১৩ জানুয়ারি জীবনের নতুন অধ্যায়ের শুরু করেছেন ফেসবুক ইনফ্লুয়েন্সার থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’ সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ী শাম্মী ইসলাম নীলা।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের বেশকিছু স্থিরছবি ও ভিডিও শেয়ার করেছেন নীলা নিজেই। ছবিগুলোয় দেখা গেছে―নীলা বিয়ের সাজে লেহেঙ্গা পরেছেন। আর তার বর পরেছেন শেরওয়ানি। তারা একে অপরের দিকে মায়াবি দৃষ্টিতে তাকিয়ে খোশ মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরায়। কোনো ছবিতে মেহেদি হাতে চোখ ঢেকে রেখেও ফ্রেমবন্দী হতে দেখা গেছে নীলাকে।
পোস্টের ক্যাপশনে নীলা লিখেছেন, ‘এটা সহজ ছিল না। তবে সহজ করেছি আমরা এবং বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছি।‘ বিয়ের সুখবরটি ভাগ করে নেওয়ার পর থেকে সকলের শুভেচ্ছায় ভাসছেন শাম্মী ইসলাম নীলা।
নীলার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩ এর মুকুট জেতা নীলা মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন মডেলিংয়ের সাথে।