হাতে চূড়া ও সিঁথিতে উজ্জ্বল লাল সিঁদুর নিয়ে সদ্য বিবাহিত অভিনেত্রী পরিণীতি চোপড়া ফিরলেন কাজে। ল্যাকমে ফ্যাশন উইকের র্যাম্পে রুপালি শাড়ি পরে বিয়ের পর এই প্রথম জনসমক্ষে আসলেন নায়িকা।
সেপ্টেম্বর মাসে রাজনীতিবিদ রাঘব চাড্ডার সাথে গাঁটছড়া বেঁধেছেন পরিণীতি। জীবনের নতুন অধ্যায় শুরু করার পর পারিবারিক বিভিন্ন আয়োজনে কাটছিল অভিনেত্রীর দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে সেসব আয়োজন থেকে ধারণ করা বিভিন্ন খন্ডচিত্র ভক্ত ও শুভাকাঙ্খীদের সাথে শেয়ারও করেছেন তিনি। পারিবারিক আয়োজনে সময় কাটানোর পর পরিণীতি আবারও আসলেন লাইট-ক্যামেরার সামনে। আর নববধূ সাঁজে নায়িকার র্যাম্পে হাঁটার ব্যাপারটি নজর কেড়েছে সবারই!
ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিনের আয়োজনে ফেবিনার শো স্টপার হিসেবে মঞ্চে আগমন ঘটে পরিণীতির। তার পরনে ছিল কুরবত কালেকশনের শাড়ি।
অভিনেত্রী জানান, শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। তবে বিয়ের মাত্র তিন সপ্তাহ হলেও প্রতিদিন শাড়ি পরার চেষ্টা নেই তার।
উল্লেখ্য যে, ৬ অক্টোবর মুক্তি পেয়েছে পরিণীতি অভিনীত সিনেমা ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’। ছবিটি নির্মাণ করা হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। আর এতে এই অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা অক্ষয় কুমার। যদিও বক্স অফিসে তেমন সুবিধা করতে পারছে না ছবিটি। তবে পরিনীতি ভক্তদের জন্য সুখবর হলো, স্বাধীনভাবে অস্কারের জন্য চুড়ান্ত বাঁছাইয়ে যাওয়ার কথা রয়েছে এই সিনেমার।