বিপিএল মিউজিক ফেস্টের আয়োজনে সোমবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ১০,০০০ দর্শকদের গান শুনিয়ে মুগ্ধ করেছিলেন পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।
কাওয়ালি, সুফি, জনপ্রিয় বলিউড গানের মাধ্যমে তিনি মুগ্ধ করেছেন দর্শকদের। তার গাওয়া গানগুলোর মধ্যে ছিল আল্লাহু আল্লাহু, তেরে বিনা, তেরে রাশকে কামার, আফরিন আফরিন, তেরে মাস্ত মাস্ত দো নাইন। তার সাথে তার ছেলে শাজমান খানও উপস্থিত ছিলেন।
সাত ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে আরো ছিল বাংলাদেশী ব্যান্ড মাইলস। হামিন আহমেদের নেতৃত্বে মাইলস নীলা, চাঁদ তারা সুর্য, পিয়াসী মন, ধিকি ধিকি আগুন জ্বলে, ফিরিয়ে দাও, শ্রোতাপ্রিয় গান শুনিয়েছে মাইলস। এছাড়াও মঞ্চ মাতিয়েছেন অ্যাভয়েড রাফা, র্যাপার হান্নান, মুজা, সঞ্জয় এবং জেফার।
আয়োজনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। জুলাইয়ের বিদ্রোহে শহীদ এবং আহতদের অবদানের কথা স্মরণ করে এবং তরুণ প্রজন্মের জন্য বৃহত্তর উৎসবের অংশ হিসেবে এই সঙ্গীত উৎসবকে তুলে ধরেন।
৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলকে কেন্দ্র করে চট্টগ্রাম এবং সিলেটে আরও দুটি কনসার্ট অনুষ্ঠিত হবে।
সংগীতশিল্পীদের পরিবেশনার বিরতির মাঝে অডিও-ভিজ্যুয়ালের মাধ্যমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের থ্রি জিরো তত্ত্ব এবং জুলাই বিদ্রোহের গ্রাফিতি তুলে ধরে হয়। অনুষ্ঠানে গত সাতটি বিপিএল ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরাও ছিলেন।