পরপারে যাত্রা শুরু করলেন হলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী পাইপার লরি। ‘দ্য হাস্টলার’ (১৯৬১) , ‘ক্যারি’(১৯৭৬) এবং ‘চিলড্রেন অফ আ লেজার গড’ (১৯৮৬) ছবিগুলোর জন্য তিনবার অস্কারের মনোনয়ন পাওয়ার পরেও পুরস্কারটি ঘরে তুলতে পারেননি তিনি। একসময়ের আলোচিত এ তারকা ১৪ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে মৃত্যুবরণ করেন। চিত্রালী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে।
প্রতি সোমবার আইজ অন অরিজিনালস ‘স্ট্রেইট কাট তুষার ‘
ডিজিটাল প্লাটফর্ম ‘আইজ অন’ এর প্রাথমিক স্বপ্ন হলো সাত দিনে সাতটি শো ও বিশেষ শো রাখা। ইতোমধ্যে এই তালিকায়…