বিটিএসের জিমিন পার্ককে গিটার উপহার দিয়েছেন হলিউড অভিনেতা রায়ান গসলিং।
কিন্তু দক্ষিণ কোরিয়ার এই গায়ককে হঠাৎ গিটার কেন উপহার দিলেন রায়ান?
নিজের ছবি ‘বার্বি’তে কেনের ভূমিকায় অভিনয় করছেন রায়ান। বার্বিল্যান্ডের বাসিন্দা কেন।আর বার্বিল্যান্ডের একটা নিয়ম হচ্ছে এক কেন আরেক কেনের স্টাইলের অনুকরণ করতে পারবে না। আর যদি করে ফেলে তাহলে অন্য কেনকে নিজের সবচেয়ে মূল্যবান বস্তু উপহার হিসেবে দিতে হবে তাকে।
জিমিনের কোন স্টাইল কপি করেছেন রায়ান?
জিমিন তার ‘পারমিশন টু ডান্স’ মিউজিক ভিডিওতে যেই পোশাক পড়েছিলেন, হলিউড তারকা তার ‘বার্বি’ সিনেমাতে ঠিক একই পোশাক পড়ে বড় পর্দায় হাজির হয়েছেন। আর তাই বার্বিল্যান্ডের নিয়ম অনুযায়ী নিজের চরিত্র কেনের সবচেয়ে মূল্যবান সম্পদ গিটার জিমিনকে উপহার হিসেবে দিয়ে দিলেন রায়ান।
২০ জুলাই সোশ্যাল মিডিয়াতে জিমিনের উদ্দেশ্যে একটা পোস্টও করেছেন ‘দ্য নোটবুক’খ্যাত তারকা। রায়ানের অভিনীত ‘বার্বি’ সিনেমা ২১ জুলাই যুক্তরাষ্ট্রে মুক্তির কথা রয়েছে।