কোকাকোলা ই’স’রা’য়েলের পণ্য নয়, এমনটি বলে সম্প্রতি একটি বিজ্ঞাপন তৈরি করেছেন কোমলপানীয় ব্র্যান্ড কোকাকোলা বাংলাদেশের। বয়কটের নীরব জোয়ারের মাঝে এই বিজ্ঞাপনের ফলে এর মডেল অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু পড়েছেন সাধারণ জনগণের কটাক্ষের মুখে। অভিনয়শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। এই প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছেন নির্মাতা ও অভিনেতা জীবন ও অভিনেতা শিমুল।
১০ জুন রাতে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেতা শরাফ আহমেদ জীবন দাবি করেছেন যে তিনি ই’স’রা’য়েলের পক্ষে কোন কাজ করেননি।
অভিনেতা তার ফেসবুকে লিখেছেন, ‘আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত দুই দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। সম্প্রতি কোকাকোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিলো। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি।’
নির্মাতা ও অভিনেতা জীবনের এই পোস্টের কমেন্ট বক্সেও ছিল দর্শক-ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া।
বয়কটের হুমকির পরে পরদিন অর্থাৎ ১১ জুন সকালে এক পোস্ট করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন অভিনেতা শিমুল শর্মা। নিজের ফেসবুকে অভিনেতা লিখেছেন, ‘আমি মাত্র আমার জীবনের পথচলা শুরু করেছি, আমার এই পথচলায় ভুল ত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভ কামনায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।’
নিজের পোস্টে শিমুল আরও উল্লেখ করেছেন, ‘আমি আর ভবিষ্যতে কোন কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করবো।‘