জুলাই গণ–অভ্যুত্থানের মুহুর্ত গুলোকে নিয়ে ১৬ ডিসেম্বর, বিজয় দিবসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রক্তিম প্রবাহে–চিত্র চেতনায় চব্বিশের গণ-অভ্যুত্থান’ প্রদর্শনী।
রাজধানীর ১৪ পূর্ব শেওড়াপাড়ায় অবস্থিত কাউন্টার ফটো গ্যালারিতে দুই দিন ব্যাপী এই প্রদর্শনীতে রাইজোম্যাটিক যাত্রার মাধ্যমে চলতি বছরের জুলাইয়ের গণ–অভ্যুত্থানের দৃশ্যে ফুটিয়ে তোলা হবে। ১৬ ডিসেম্বর দুপুর ১২টায় ‘রক্তিম প্রবাহে–চিত্র চেতনায় চব্বিশের গণ-অভ্যুত্থান’ প্রদর্শনীর উদ্বোধন হবে, যা চলবে রাত ৮টা পর্যন্ত।
দুই দিনের প্রদর্শনী সাজানো হয়েছে ফটোগ্রাফির মাধ্যমে প্রতিক্রিয়া পরিবর্তন, ব্যক্তিগত সাক্ষাৎকার এবং ৫ আগস্ট, ফ্যাসিবাদী নেতার পতনের দিনটি আলোচনায়। এই প্রদর্শনী জনসাধারণের জন্য উন্মুক্ত।
উল্লেখ্য, ‘রক্তিম প্রবাহে–চিত্র চেতনায় চব্বিশের গণ-অভ্যুত্থান’ প্রদর্শনীর কিউরেটর হিসেবে থাকবেন শিল্প গবেষক, ফয়সাল জামান। পাশাপাশি প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন নাসের বিন খালেদ (নিটল), শাকিফুল ইসলাম, সৈয়দ সামিউল ইসলাম বিশাল, নওরিন আনসারি, নাজমুল হক সাগর, সুদীপ্ত পল, তামান্না মেহরুন, খাজা মঈনউদ্দিন এবং সৈয়দ মেহেদী হাসান।