রাজনীতিতে মনোনিবেশ করতে অভিনয়কে বিদায় জানাচ্ছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। হাতে আছে আর মাত্র একটি সিনেমা। অভিনেতা হিসেবে বিজয়ের অধ্যায়ের শেষ সঙ্গী হলেন অভিনেত্রী পূজা হেগড়ে।
ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সিনেমাটির শুটিং। ছবির নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে- ‘থালাপতি ৬৯’।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া হেরাল্ডের তথ্যানুযায়ী, শেষ সিনেমার জন্য বেশ সিরিয়াস থালাপতি বিজয়। ভারতীয় সিনেমায় যেখানে এখন হাজার কোটির জোয়ার চলছে, সেখানে বিজয়ের কোনো সিনেমা এখন পর্যন্ত এ মাইলফলকে পৌঁছাতে পারেনি। অভিনেতার সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমা ‘লিও’। এটি আয় করেছিল ৬২০ কোটি রুপি। তাই যেন রেকর্ড গড়েই অভিনেতা বিদায় নিতে পারেন সেই আশায় আছেন তিনি।
আরও জানা গেছে, ‘থালাপতি ৬৯’ সিনেমায় বিজয়কে দেখা যাবে একজন রাজনৈতিক নেতার ভূমিকাতেই। এ ছবি পরিচালনা করছেন এইচ বিনোদ। পূজা ও বিজয় ছাড়া ছবিতে আরও অভিনয় করবেন ববি দেওল, গৌতম বাসুদেব মেনন, প্রিয়ামণি, প্রকাশ রাজ প্রমুখ। কিছুদিন আগেই মহরত অনুষ্ঠানে অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়েছে। এরপর গানের দৃশ্য দিয়ে শুটিং শুরু হয় কেরালার পাইয়ানুরে। এই শিডিউলে দুই সপ্তাহ শুটিং করার পর ইউনিট যাবে অন্য লোকেশনে।
তামিলের পাশাপাশি তেলুগু, হিন্দি ও কন্নড় ভাষায় ‘থালাপতি ৬৯’ সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের অক্টোবরে।
প্রসঙ্গত, পূজার সাথে বিজয় সর্বশেষ অভিনয় করেছিলেন ২০২২ সালে মুক্তি পাওয়া ‘বিস্ট’ সিনেমায়।