হাসিন দিলরুবা, টুয়েলভথ ফেইল তারকা বিক্রান্ত ম্যাসি অবসরে যাচ্ছেন না, যাচ্ছেন লম্বা ছুটিতে। ২ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনয় ছাড়ার ঘোষণা দেন তিনি। তার এই হঠাৎ সিদ্ধান্তে অবাক হন তার ভক্তরা।
তিনি তার এক দীর্ঘ পোস্টে লিখেন, ‘গত কয়েক বছর ছিল তুলনাহীন। আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। তবে এখন সময় হয়েছে সবকিছু নতুন করে ভাবার এবং ঘরে ফেরার। একজন স্বামী, বাবা এবং পুত্র হিসেবে।একজন অভিনেতা হিসেবে। ২০২৫ সালে আমরা শেষবারের মতো একে অপরের সঙ্গে দেখা করব। শেষ দুটি সিনেমা এবং বহু বছরের স্মৃতি নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য চিরকাল কৃতজ্ঞ।’
এদিকে অভিনেতার অবসরে যাওয়ার ঘোষণার দিনেই দৃশ্যপট বদলে যায় যখন ভারতের সংসদ ভবনে বিক্রান্ত অভিনীত ‘দ্য সবরমতী রিপোর্ট’ দেখানো হয়। আর তা দেখেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই সিনেমা দেখে খোদ প্রধানমন্ত্রী প্রশংসা করেন। আর বিক্রান্ত বলে বসেন তার পোস্টের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
এরপর ভারতীয় গণমাধ্যমকে বিক্রান্ত বলেন, যে তিনি একেবারে অবসরের ঘোষণা দেননি। অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা বলতে গিয়ে আবেগী হয়ে গেছেন। তিনি বলেতে চেয়েছেন বর্তমানে তিনি মানসিক ও শারীরিক দিক থেকে বিধ্বস্ত। এ কারণে অভিনয় থেকে কিছুদিনের জন্য ব্রেক নিতে চান। তিনি আরও যোগ করেন, অভিনয় ছাড়া আর তিনি কিছুই জানেন না।
ফলে অভিনয় ছাড়ছেন না তিনি। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার জানিয়ে দিলেন, তিনি স্রেফ লম্বা ছুটিতে যাচ্ছেন।