শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত ‘মাদার তেরেসা’র বায়োপিক নিয়ে আসছেন নির্মাতা তিওনা স্ট্রুগার মিতেভস্কা। ‘মাদার’ শিরোনামের সিনেমাটিতে নাম চরিত্রে থাকছেন ‘দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু’খ্যাত অভিনেত্রী নোমি রাপেস।
নির্মাতার জন্ম, মাদার তেরেসার জন্মস্থান উত্তর মেসিডোনিয়ায় রাজধানী স্কপিয়েতে। তাই ছোটবেলা থেকে মহীয়সী ‘সন্ত’ ঘোষিত তেরেসাকে নিয়ে অনেক কিছু শুনেই বড় হয়েছেন। সেই থেকেই তাকে নিয়ে কিছু একটা করার আগ্রহের জন্ম।
মিতেভস্কা জানিয়েছেন, ‘একজন নারী হিসেবে আমি অবশ্যই তার সাথে (মাদার তেরেসা) সম্পর্কিত এবং নিজের অনেক কিছুই তার মধ্যে পেয়েছি। বায়োপিকের পূর্বে যদিও স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের জন্য মাদার তেরেসার ওপর একটি তথ্যচিত্র বানিয়েছিলাম।’
মিতেভস্কা পরিচালিত প্রথম ইংরেজি ভাষার এই সিনেমায় উঠে আসবে কিংবদন্তি ক্যাথলিক সন্ত মাদার তেরেসার গুরুত্বপূর্ণ যে সময়ে তিনি কলকাতার লরেটো কনভেন্ট এন্টালি ছেড়ে দিয়ে নিজের আদর্শ বাস্তবায়নের সিদ্ধান্ত নেন।
অভিনেত্রী নোমি রাপেসকে সিনেমায় দেখা যাবে ক্যাথলিক গির্জার প্রথাগত কাঠামোর বিরুদ্ধে লড়াইরত একজন বিদ্রোহী হিসেবে।