Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুলাই ১৬, ২০২৫

বায়োপিকে কে হবেন রতন টাটা?

শিল্পপতি রতন টাটা | ছবি: নিউজ ১৮

৯ অক্টোবর ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটার মৃ’ত্যুর পর চড়াও হয়েছে একটি প্রশ্ন, শিল্পপতি ধীরুভাই আম্বানিও বায়োপিক হয়েছে তবে রতন টাটারর জীবনকে রুপালি পর্দায় আনা হচ্ছে কবে

ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-এর খবরে, নির্মাতা সুধা কোঙ্গারা জানিয়েছেন খুব শীঘ্রই টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান ও ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটার আত্মজীবনী নিয়ে আসবেন পর্দায়। ২০২৩ সালের শেষের দিকে বায়োপিক নির্মাণের কথা থাকলেও নানা কারণে সেটা হয়নি।

নির্মাতা মনে করেন, রতন টাটার মতো ব্যক্তিত্বকে নিয়ে ছবি বানানো অত্যন্ত গর্বের বিষয়। ছবিটি মুক্তির পর রতন টাটার জীবনের এমন কিছু দিক উন্মোচিত হবে, যা খুব কম মানুষই জানেন। তার জীবন যেকোনো মানুষের কাছে প্রেরণাদায়ক হয়ে উঠতে পারে। এখন এই আত্মজীবনীমূলক ছবির চিত্রনাট্যের ওপর কাজ চলছে।  

এখন প্রশ্ন, রতন টাটার চরিত্রে কোন বলিউড তারকাকে দেখা যাবে? এই দৌড়ে বলিউডের পাশাপাশি নাম উঠে এসেছে দক্ষিণি তারকাদেরও। বলিউডপাড়ায় জোর গুঞ্জন শোনা যাচ্ছে অভিষেক বচ্চন বা দক্ষিণের সুরিয়াকে দেখা যেতে পারে পর্দার রতন টাটা রূপে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

আরেক দক্ষিণি তারকা আর মাধবনের নামও শোনা যাচ্ছে। এর আগে একবার চড়াউ হয়, অক্ষয় কুমার নাকি রতন টাটার চরিত্রে অভিনয় করবেন। যদিও পরে অভিনেতা নিজেই সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছিলেন।

তাই শেষ পর্যন্ত কোন অভিনেতা হচ্ছেন বড়পর্দার রতন টাটা, সেই উত্তর নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আসছে পুলিৎজার জয়ী কার্টুনিস্ট অলিফ্যান্টের বায়োফিল্ম ‘এ স্যাভেজ আর্ট’

প্যাট্রিক অলিফ্যান্ট ছিলেন একজন দৈত্যাকার কার্টুনিস্ট যিনি সাহসের সাথে ও তার শক্তিশালী কলম আর কার্টুন দিয়ে…

বিয়ের ১১ বছরেও সন্তান না নেয়ার কারণ জানালেন জন আব্রাহাম  

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম। বিপাশা বসুর সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্কের অবসানের পর ২০১১ সালে…

রেকর্ড গড়া ‘সরদার জি ৩’ ভারতে কবে মুক্তি পাবে ?

পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জ ও পাকিস্তানী অভিনেত্রী হানিয়া আমির অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সরদার জি ৩’…

প্রতিবন্ধী কিন্তু প্রতিশোধে বেপরোয়া; রহস্যময় ‘আলী’র ট্রেলার

সোম্বার ১৪ জুলাই রাতে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘আলী’ সিনেমার ট্রেলার। ট্রেলারটি ১…
0
Share