পাঁচ বছরের প্রেমের পরিণতি পেল রবার্ট- সুকি জুটি। বাবা হতে যাচ্ছেন অভিনেতা রবার্ট প্যাটিনসন। মেক্সিকোতে করোনা ক্যাপিটাল ফেস্টিভ্যালে, তাদের প্রথম সন্তানের আগমনের সুখবর দিলেন অভিনেত্রী ও গায়িকা সুকি ওয়াটারহাউস নিজে।
কন্সার্টে নিজের একক পারফর্মেন্সের সময় সুকি বলেন, “আমি খুব ঝলমলে একটি পোশাক পরেছি, যাতে একটা বিশেষ বিষয় থেকে সবার নজর ঘোরাতে পারি, তবে মনে হচ্ছে না তাতে কাজ হবে!”
এ কথা বলেই নিজের পেটে পরম মমতায় হাত বুলিয়ে নিজের সন্তানসম্ভবা হবার ইঙ্গিত দেন সুকি। যদিও বাবা হবার বিষয়ে এখন কোন প্রতিক্রিয়া জানান নি রবার্ট প্যাটিনসন।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে অভিনেত্রী ও গায়িকা সুকি ওয়াটারহাউসের সাথে সম্পর্কে আছেন রবার্ট প্যাটিনসন। তবে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে খুব বেশি কিছু বলতে শোনা যায়নি এই জুটিকে।