Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

বাড়িতে বদল আসছে শাহরুখ-গৌরীর

শাহ্রুখ খানের বাড়ি মান্নাত | ছবি: ফেসবুক

শাহরুখ খান এবং গৌরী খান ২০০১ সালে মুম্বাই শহরের বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের অভিজাত এলাকায় ‘মান্নাত’ নামের ৬ তলা একটি বাড়ি কিনেছিলেন। এবার সে বাড়িতে যুক্ত হচ্ছে আরও দুটি তলা। ছয় তলা বাড়িটি রূপ নিবে আট তলায়।  তৈরি করতে খরচ হবে প্রায় ২৫ কোটি টাকা।

মনের মতো করে নিজের সংসার সাজানোর জন্যই বাড়িটি কিনেছেন গৌরী। ২৭ হাজার বর্গফুট জায়গার উপর অবস্থিত ‘মন্নত’। মন্নত-এর আনুমানিক মূল্য প্রায় ২০০ কোটি টাকা।

শাহরুখ ভক্তদের তীর্থস্থান, মান্নাত | ছবি: ফেসবুক

বিরল সামগ্রী সংগ্রহের নেশা রয়েছে গৌরীর। এসব দিয়ে ভরে উঠেছে তার ঘর। তবে যা সাজসজ্জা, সবটাই অন্দর মহলে। বাড়ির মধ্যে মকবুল ফিদা হুসেনের আঁকা ছবি ছাড়াও প্রচুর বহুমূল্য সামগ্রী রয়েছে। জেড পাথরের গণপতি, প্যারিস থেকে আনানো চার ফুট লম্বা এক জোড়া কালো ফুলদানি, রাধাকৃষ্ণের বিশাল ভাস্কর্য-সহ আরও কিছু ঘর সাজানোর জিনিস আছে। এগুলি সবই রয়েছে গৃহকর্ত্রীর পছন্দের।

পরবর্তীতে বাড়ীর ভিতরেই তৈরি করা হয়েছে একটি সিনেমা হল।  একসঙ্গে ৪২ জন দর্শক বসে ছবি দেখতে পারবেন সেখানে। তার প্রবেশদ্বার সাজানো রয়েছে তিনটি হিন্দি ছবির বিশাল পোস্টারে। ছবিগুলি হল ‘শোলে’, ‘রাম অউর শ্যাম’ এবং ‘মুঘল-এ-আজ়ম’। এ ছাড়াও একাধিক শয়নকক্ষ, বাগান, ব্যক্তিগত কোয়ার্টার আছে এখানে। এতো সব কিছুর মধ্যেই বাড়িটিতে পরিবর্তন আনতে যাচ্ছেন শাহরুখ দম্পতি।

বাইরে সে ভাবে তেমন কোনও বদল হয়নি ঘরের। কারণ, ‘মান্নত’ মুম্বাই শহরের হেরিটেজ স্থাপত্যের মধ্যে পড়ে।  সে কারণে কাঠামোগত কোনও রদবদল আনতে গেলে নগর প্রশাসনের অনুমতি প্রয়োজন । মাস কয়েক আগে প্রশাসনের কাছে আবেদনপত্র জমা দিয়েছিলেন গৌরী। অবশেষে ছাড়পত্র পেলেন তারা।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
Exit mobile version