দক্ষিণী সিনেমা ‘থানডেল’ গত ৭ ফেব্রুয়ারী মুক্তি পেতে না পেতেই দর্শকদের মাঝে ঝড় তুলেছে। দ্বিতীয় দিনেই এটি বক্স অফিস কাঁপাচ্ছে। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাগা চৈতন্য ও সাই পল্লবী।
২০১৮ সালে ঘটে যাওয়া এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন চান্দু মনডেতি। মুক্তির পর নাগার ক্যারিয়ার সেরা শুরু এনে দিয়েছে ছবিটি। মুক্তির প্রথমদিনে ‘থানডেল’ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা আয় করেছে।
নাগা চৈতন্য ও সাই পল্লবী ২০২১ সালে ‘লাভ স্টোরি’ নামের দক্ষিণী সিনেমায় প্রথম জুটি হিসেবে অভিনয় করেন। সিনেমাটি তখন তুমুল জনপ্রিয়তা লাভ করে। এরপর দর্শকদের কথা মাথায় রেখে নির্মাতাদের কাছে এ জুটির চাহিদা বেড়ে যায়।
‘থানডেল’ সিনেমায় নাগা চৈতন্য ‘থানডেল রাজু’ ও সাই পল্লবী ‘বুজ্জি থালি’ চরিত্রে অভিনয় করেছে। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সন্দীপ বেদ, কিশোর রাজু বশিষ্ঠ ও শিবা আলাপতিসহ অনেকে। সিনেমাটি ভারতের শ্রীকাকুলামের জেলেদের বাস্তব জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে।
২০১৭ সালে সামান্থাকে বিয়ে করে নাগা। এরপর ২০২১ সালে তাদের বিচ্ছেদও হয়ে যায়। বিচ্ছেদের সিদ্ধান্ত তারা দুজন মিলেই নিয়েছিলেন। এখনো তারা পরস্পরকে শ্রদ্ধা করেন। বিষয়টি নিয়ে নাগা বলেন, ‘নিজেদের জীবন আমরা নিজেদের মতো করে বাঁচতে শুরু করেছি। এর থেকে বেশি আর কী বলার থাকতে পারে, আমি বুঝতেই পারি না।’কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদমাধ্যমে এমনভাবে বিষয়টি নিয়ে চর্চা হয়, যেন তিনি খুব অপরাধী।