আইয়ুব বাচ্চুকে নানা বিশেষণে সম্বোধন করা হয়। গিটার উইজার্ড, বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির লিজেন্ড, গিটার গড, বস – আরও কতকিছু!
এসবের বাইরে তিনি একজন বাবা, একজন স্বামী, অসংখ্য মানুষের বন্ধু ও স্বজনও বটে।
প্রতিবছরের মত ২০২৩ সালেও ১৮ অক্টোবর চট্টগ্রাম ব্যান্ড মেম্বারদের আয়োজনে ঢাকার একটি মিলনায়তনে হয়ে গেল আইয়ুব বাচ্চুকে স্মরণ করে মিলনমেলা ও দোয়া মাহফিল।
এবার এই আয়োজন পঞ্চমবারের মত হলেও প্রথম এতে উপস্থিত হয়ে আয়োজনকে সকলের আরও আপন করে তোলেন বাচ্চু-পত্নী ফেরদৌস আক্তার চন্দনা।
পার্থ বড়ুয়া, নাসিম আলী খান, শাফিন আহমেদ, হাসান আবিদুর রেজা জুয়েলসহ অসংখ্য শুভাকাঙ্খী ও বন্ধুদের উপস্থিতিতে আবেগঘণ হয়ে পড়েন চন্দনা।
নিজের অনুভূতি জানানোর একফাঁকে তিনি জানান, দুইটি বিষয় আইয়ুব বাচ্চু হয়তো জীবদ্দশায় দেখে বা করে যেতে পারলেন না।
ফেরদৌস আক্তার চন্দনা জানান, তার দুই সন্তানই এখন প্রতিষ্ঠিত এবং সেটেলড। যা বাবা হিসেবে বাচ্চু দেখে যেতে পারেনি।
আরেকটি বিষয় হলো, তারা সপরিবারে হজ করার ইচ্ছা পোষণ করেছিলেন। যা তার নিজেরও ইচ্ছা ছিল, আইয়ুব বাচ্চুর হঠাৎ চলে যাবার কারণে সেই ইচ্ছাটাও অপূর্ণই রয়ে গেল।
আয়োজনে এরপর চন্দনাকে কিছু বলার অনুরোধ করলে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, আইয়ুব বাচ্চু নেই, কিন্তু তার ছায়া ঠিকই তার আপনজনের আশপাশ ঘিরে আছে।