গিটার ছিল তার অস্ত্র। সুর ছিল তার ম্যাগাজিন। আর শব্দ ছিল বুলেট। আইয়ুব বাচ্চু ছিলেন এমনই যোদ্ধা। তিনি যোদ্ধা ছিলেন রক আকাশে, তিনি সৈনিক ছিলেন ব্যান্ড মিউজিকের, তিনি ছিলেন অনেকের শিক্ষক, কারো গুরু, কারো কাছে দেবতাতূল্য। তিনিই সেই আইয়ুব বাচ্চু, তারা ভরা রাতে যাকে ভক্তরা ফেরাতে পারেনি। সুর ছোঁয়াতে ঘুমন্ত শহরকে না জাগিয়েই চলে গেছেন আইয়ুব বাচ্চু। এবারের চিত্রালী স্পেশাল তাকে নিয়েই।
দেশে ১০ মাসে সার্টিফিকেট পেয়েছে ৯৪টি চলচ্চিত্র
আজ ১৯ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক সংবাদবিজ্ঞপ্তিতে উঠে এসেছে চমৎকার তথ্য। মন্ত্রণালয় গত ১০ মাসে কি…