কাজী আনোয়ার হোসেনের লেখা মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি শুধুমাত্র ইংরেজিতে মুক্তির অনুমতি পেয়েছে।২২ আগস্ট শেরাটনে সিনেমাটির মুক্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথাটি জানান ছবিটির অন্যতম প্রযোজক আবদুল আজিজ।
২৫ আগস্ট সারাবিশ্বে মুক্তি পেতে যাচ্ছে আসিফ আকবর পরিচালিত সিনেমাটি। তবে কি মাসুদ রানাকে বাংলা বলতে দেখতে পাবে না দর্শক?
প্রশ্নটির উত্তর জানার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে ।কেননা সেন্সরবোর্ড থেকে অনুমতি পেলেই বাংলাতে মুক্তি পাবে ‘ এম আর নাইন: ডু অর ডাই ‘ চলচ্চিত্রটি।
৮৩ কোটি ব্যয়ে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন এবিএম সুমন,সাক্ষী প্রধান, জেসিয়া ইসলাম, ফ্র্যাংক গ্রিলো, মাইকেল জাই হোয়াইট, শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, এর মত তারকারা।
ফের মা হচ্ছেন সানা খান
ভক্তদের দারুণ এক সুখবর দিলেন ইসলাম ধর্মের পথে চলার জন্য বলিউড ত্যাগ করা সানা খান। প্রথম সন্তান জন্মের দেড় বছরের…