ভারতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র এখন বাংলাদেশে। ১১ অক্টোবর রাত ৭ টা ৪৩ মিনিটে নিজের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেলের মাধ্যমে ঢাকায় আসার কথা অনুরাগীদের সাথে শেয়ার করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ সঙ্গীত নির্দেশক।
প্রথমবার সোনার বাংলা দেখার জন্য উদগ্রীব হওয়ার কথা পোস্টটিতে লেখেন তিনি।
শান্তনু মৈত্র ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন। ১৩ অক্টোবর বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
ভারতীয় এ সঙ্গীত পরিচালক বিখ্যাত হিন্দি চলচ্চিত্র ‘পরিণীতা’, ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘থ্রি ইডিয়টস’ এ সঙ্গীত দেওয়ার জন্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন । ২০১৪ সালে তেলুগু সিনেমা ‘না বাঙ্গারু তাল্লিতে’(২০১৩) সঙ্গীত দেওয়ার জন্য তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পরিণীতা (২০০৫) চলচ্চিত্রে সঙ্গীত দেওয়ার জন্য ২০০৬ সালে শান্তনু ফিল্মফেয়ার রাহুল দেব বর্মন পুরস্কারও অর্জন করেন ।
শান্তুনুর ফেসবুক পোস্টটিতে কমেন্ট করে বাংলাদেশের অপর জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সঙ্গীত পরিচালককে নিজ দেশে স্বাগতও জানিয়েছেন।
‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের মুখ্য অভিনেতা আরিফিন শুভ’র সাথে ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি এক আড্ডায় জমে উঠতে দেখা যায় শান্তনুকে যার কিছু মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। তবে কী আবার বাংলাদেশি তারকাদের সাথে আড্ডায় মেতে উঠবেন শান্তনু? জানার জন্য মুখিয়ে আছে তার অনুরাগীরা।