বিস্ফোরক মন্তব্য করতে বেশ পটু বলিউডের অভিনেত্রী ও হিমাচল প্রদেশের মান্ডির বিজেপির এমপি কঙ্গনা রানাউত। প্রায় সময়ই তিনি সমালোচনার শিকার হন তার বক্তব্যের কারণে। এবার তিনি মন্তব্য করলেন বাংলাদেশের ছাত্র আন্দোলনকে নিয়ে!
সোশ্যাল হ্যান্ডেল এক্স থেকে একটি ভিডিও বার্তা পোস্ট করে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে কটাক্ষ করেছেন কঙ্গনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার কৃষক আন্দোলনের কথা বলতে গিয়েই মূলত বাংলাদেশ প্রসঙ্গ টানেন অভিনেত্রী। তার ধারণা, সরকার কৃষক আন্দোলনে কঠোর না হলে তার দেশের অবস্থাও বাংলাদেশের মতো হতে পারতো।
ভিডিও বার্তায় কঙ্গনা বলেন, ‘যেটা বাংলাদেশে ঘটেছে, সেটা এদেশে ঘটতেও দেরি হতো না। যদি আমাদের শীর্ষ নেতৃত্ব বিষয়টা শক্ত হাতে না সামলাতো। এখানে যে কৃষক আন্দোলন হয়েছিল, সেই অন্দোলনের সময়ও অনেক মৃতদেহ মিলেছে। ধর্ষণের ঘটনা ঘটেছে। আর যখন কৃষি আইন প্রত্যাহার করে নেয়া হলো, তখন গোটা দেশ অবাক হয়ে গিয়েছিল। কৃষকরাও ভাবতে পারেননি যে, সত্যিই এই আইন প্রত্যাহার করে নেয়া হবে। ওটা অনেক বড় পরিকল্পনা করা হয়েছিল। ঠিক যেমনটা বাংলাদেশে ঘটেছে।’
অভিনেত্রী আরও বলেন, ‘কিছু কৃষক আইন প্রত্যাহারের পরও আন্দোলন চালিয়ে গেছেন। এ ধরনের আন্দোলনের পেছনে আপনার কী মনে হয় কৃষকদের হাত আছে! নাহ, এটা আমেরিকার ষড়যন্ত্র। এ ধরনের বিদেশি শক্তি এভাবেই ষড়যন্ত্র করতে থাকে।’
কঙ্গনা যোগ করেন, ‘এখানকার কিছু লোকজন ভাবে, ওদের দোকান তো চলুক, তাতে দেশ গোল্লায় যাক। এই লোকজন এটা বোঝে না, দেশ গোল্লায় গেলে আপনিও যাবেন।’
‘কুইন’ খ্যাত অভিনেত্রীর এমন মন্তব্য আরও একবার সমালোচনার তোপের মুখে ফেলেছে তাকে। অন্যান্যরা তো বটেই, কঙ্গনার নিজের দলের মধ্যেই উঠেছে সমালোচনার ঝড়।