বলিউডে পা রাখছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ভূমিকা গুরুং। সম্প্রতি ধারাবাহিক ‘বাস ইতনা সা খোয়াব হ্যায়’-তে অভিনয় করেছেন তিনি। আসন্ন হিন্দি সিনেমা ‘দ্য সিক্রেট অব দেবকালী’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ভূমিকা গুরুং। তার এই অভিষেক ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।
একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “প্রত্যেক অভিনেত্রীরই স্বপ্ন থাকে বড় পর্দায় অভিনয় করার। আজ আমি সেই সুযোগ পাচ্ছি, আমার স্বপ্ন সত্যি হচ্ছে। আমি খুব আগ্রহী, কবে বড় পর্দায় আমাকে দেখতে পাবো।”
‘দ্য সিক্রেট অব দেবকালী’ সিনেমায় ভূমিকা গুরুংয়ের সঙ্গে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সঞ্জয় মিশ্রা। ভূমিকা জানান, “সঞ্জয় স্যারের সিনেমার অংশ হতে পেরে আমি গর্বিত। আমি শুধু তারকা নয়, বরং একজন শিল্পী হিসেবে সঞ্জয় মিশ্রা স্যারের বিশাল ভক্ত। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখতে চাই।”
এই সিনেমায় ভূমিকা গুরুং একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। ছবির মূল খলনায়িকা চরিত্র ‘মুদ্রা’ হিসেবে তাকে দেখা যাবে। অভিনেত্রী জানান, “আমার মনে হয় নেতিবাচক চরিত্রের মধ্যে অনেক গভীরতা এবং রোমাঞ্চ থাকে, যা ছবির কাহিনিকে আরও আকর্ষণীয় করে তোলে। ধূসর ও নেতিবাচক চরিত্রে অভিনয় করা সবসময় আমার কাছে চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর মনে হয়। ভবিষ্যতে আমি আরও এ ধরনের চরিত্রে নিজেকে পরীক্ষা করতে চাই, তবে ইতিবাচক চরিত্রেও অভিনয় করতে চাই।”
তিনি আরও জানান, এর আগে এমন চরিত্রে তাকে কখনও দেখা যায়নি, বিশেষ করে ছোট পর্দায়। তার লুকও এই চরিত্রকে আরও বিশেষ করে তুলেছে, যা খুবই নান্দনিক এবং অনন্য। তিনি বলেন, “সত্যিই, প্রথমবার শুটিংয়ের পর যখন আমি নিজেকে আয়নায় দেখলাম, তখন মনে হয়েছিল যেন আমি অন্য কেউ। আমার বেশভূষা চরিত্রটির গভীরতাকে আরও বাড়িয়ে দিয়েছে।”