বৃহস্পতিবার, ২২ আগস্ট সরাসরি লাইভে এসে ভারতীয় পণ্য বয়কট করার আহ্বান জানালেন কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির।
একমাসের জন্য ভারতীয় কোনও ধরনের পণ্য ব্যবহার করতে নিষেধ করেন তিনি। তার আগে ভারতের আগ্রাসন নিয়ে নিজের মন্তব্য করেন। পাশাপাশি ভারতের জনগণও যে বিরক্ত নিজেদের সরকারের উপর সেটি নিয়ে বলেন।
সালমান বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের কর্মসংস্থান নিয়েও প্রশ্ন তোলেন।
উল্লেখ্য, ভারতীয় বাঁধ খুলে দেয়ায় সময়ের সাথে ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাসহ আরও কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে।
পানিবন্দি হাজার হাজার মানুষ। তৃতীয় দফা বন্যায় ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপৎসীমার ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ভাঙা বাঁধের ২৪টি অংশ ও কয়েকটি স্থান বাঁধ উপচে লোকালয়ে ঢুকছে পানি।
একারণেই সালমানকে খানিকটা রাগত অবস্থা লাইভে দেখা গেছে। এর আগে বৈষম্যবিরোধী আ’ন্দো’লনে ছাত্রদের পাশে থেকেও ভালোবাসা অর্জন করেছেন সালমান মুক্তাদির।