বাংলাদেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য উত্তর আমেরিকায় বাংলাদেশি আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে এক ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। আজ ২৫ আগস্ট ২০২৪ তারিখে, বিশ্বব্যাপী শিল্পীরা একত্রিত হয়ে একটি ফেসবুক লাইভ কনসার্টের আয়োজন করছেন।
জানা গেছে, লাইভ কনসার্টটি বাংলাদেশী আর্টিস্ট ফোরাম ইন নর্থ আমেরিকা আয়োজন করেছে এবং অঙ্কুর ইন্টারন্যাশনাল এর সমর্থনে পরিচালিত হবে। এটি কেবলমাত্র একটি সঙ্গীত অনুষ্ঠান নয়; এটি মানবিক সহায়তার প্রতি আন্তরিক আহ্বান। বাংলাদেশের বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।
কনসার্টে ওয়ারফেজ, শূন্য, বাবনা করিম, চন্দন (উইনিং), অনিলা, তুষার (ইন ঢাকা), রাজীব চৌধুরী, রাজীব রাসেল, এবং শারমিন লাকি সহ আরও অনেক শ্রোতাপ্রিয় শিল্পী অংশগ্রহণ করবেন। এ শিল্পীরা তাদের সুর এবং কণ্ঠ দিয়ে দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি সকলকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানাবেন। এই ইভেন্টের মূল সঞ্চালনায় থাকবেন নিউজার্সি থেকে রাজীব রাসেল (আর্টল্যাব, NJ), টরন্টো থেকে রাজীব চৌধুরী এবং পর্তুগাল থেকে মিডিয়া পার্সোনালিটি শারমিন লাকি।
২৫ আগস্ট বাংলাদেশ সময় রাত ১০টায় এবং যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম (EST) দুপুর ১২টায় সরাসরি সম্প্রচারিত হবে লাইভ কনসার্টটি।
শূন্য, ওয়ারফেজ এবং রাজীব রাসেলের (ArtLabLive) ফেসবুক পেজ থেকেও দর্শকরা সরাসরি উপভোগ করতে পারবেন এ কনসার্ট।
ইভেন্ট লিঙ্ক: https://facebook.com/events/s/global-bangladeshi-artists-uni/884139820293124/
আয়োজকরা আশা করছেন, এই প্রচেষ্টার মাধ্যমে অনেক মানুষের জীবন রক্ষা পাবে এবং তারা পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। বন্যার্তদের সহায়তায় দর্শকদের মূল্যবান অংশগ্রহণ এবং দান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।