টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানিতে সৃষ্ট বন্যায় দেশের উত্তরাঞ্চলের অন্তত ৭০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এমন অবস্থায় পানিবন্দি পরিবার গুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঢালিউডের শোবিজ তারকারা।
নিজের ভেরিফাইড ফেসবুক পেজে চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, ‘উত্তরাঞ্চলের চার জেলা লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরের ২৫ হাজারের বেশি পরিবার পানিবন্দি। আসুন আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লার মতো পানিবন্দি এই মানুষগুলোর পাশেও দাঁড়াই।’
জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী এক বৃদ্ধ ব্যক্তির ভিডিও বার্তা নিজের পেজে শেয়ার করে ফের একবার দেশবাসীকে একত্রিত হবার ডাক দিয়েছেন।
অভিনেতা আরশ খান দক্ষিণাঞ্চলে সৃষ্ট বন্যায় মানুষের সাহায্যে ছুটে গিয়েছিলেন ফেনীতে। এবারও নিজে উত্তরাঞ্চলে যাওয়ার কথা জানিয়ে অন্যদের কেউ সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রবাসী অভিনয়শিল্পী টনি ডায়েস বন্যার্তদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
সময়ের সাথে সাথে বর্তমানে বন্যার সঙ্গে উত্তরাঞ্চলে দেখা দিয়েছে নদীভাঙনের আশঙ্কা। পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে উঠতি আমন ধান ও শীতকালীন শাক-সবজির ক্ষেতসহ ডুবেছে বিভিন্ন ফসলি জমি, প্রভাব পড়েছে গ্রামীণ যোগাযোগব্যবস্থার পাশাপাশি রেলপথেও।