বছর ঘুরে আবার শুরু হলো ফেব্রুয়ারি মাস। এই মাস মানেই যে কেবল ভাষার মাস নয় ভালোবাসারও মাস। সেই ভালোবাসা হোক প্রিয় মানুষটির জন্য বা বইয়ের জন্য। তাই তো এবারও যথাসময়ে শুরু হয়ে গেছে বই প্রেমীদের প্রাণের মেলা, বইমেলা! প্রতি বছরই বইমেলা উপলক্ষে হাজার হাজার নতুন বই প্রকাশিত হয়। সাথে থাকে পুরনো বইয়ের নতুন মুদ্রণ। প্রতিবার নাম করা থেকে তরুণ লেখকদের বইগুলোর পাশাপাশি থাকে তারকাদের বই। সেই রীতির ব্যতিক্রম হচ্ছে না এবারের অমর একুশে বইমেলায় কেবল তারকাদের লেখা বই নয়, বেশ কিছু তারকাকে নিয়েও আসছে বই।
শুরুতেই সংহতি প্রকাশন থেকে নির্মাতা নূরুল আলম আতিক এনেছেন তার লেখা কাব্যগ্রন্থ ‘মানুষের বাগান’। এই একই নামে সিনেমা আনার কথাও কিন্তু জানিয়েছেন তিনি।
‘অ্যাশেজ’ ব্যান্ডের জুনায়েদ ইভানকে কম-বেশি সবাই চেনে। ‘আমার গান ও কিছু কথা’ নামের একটি প্রবন্ধমূলক আত্মজীবনী জীবনী নিয়ে বই মেলায় চতুর্থবারের মতো বইমেলায় এসেছেন এই সংগীতশিল্পী। এর আগে তার লেখা ‘অন্যমনস্ক’, ‘শেষ’ ও ‘নিকটবর্তী ব্যবধান’ দিয়ে বই মেলায় টানা তিনবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন জুনায়েদ ইভান।
দেশের পপ ও ব্যান্ড জগতের এক উজ্জল নক্ষত্র আজম খান। তার সম্মানে আজব প্রকাশনা থেকে মিলু আমান ও হক ফারুক নিয়ে এসেছেন ‘গুরু আজম খান’ বইটি।
‘মাইলস’ খ্যাত সংগীতশিল্পী শাফিন আহমেদের জীবনের ঘটনাপ্রবাহ ‘পথিকার’বই দিয়ে পাঠকদের জন্য তুলে ধরেছেন সাজ্জাদ হুসাইন।
এবারের বই মেলায় লেখক হিসেবে আবারও আত্নপ্রকাশ করেছেন আরেক সংগীতশিল্পী। নিজের আজব প্রকাশনা থেকে মেলায় নিয়ে আসছেন ‘সঞ্জীবনামা’। যেখানে বাংলাদেশের অন্যতম প্রয়াত গীতিকার সঞ্জীব চৌধুরীর স্মৃতিচারণায় তার জীবনের নানান দিক গুলোকে পাঠকদের জন্য তুলে ধরেছেন কণ্ঠশিল্পী জয়।
বই মানেই বিশেষ কিছু। আর সেই বই যদি হয় প্রিয় তারকাদের নিয়ে, যাদের কেউ এখনও আমাদের মাঝে আছেন, কেও আবার অচিরেই হারিয়ে গেছেন। তাহলে সেই বই পড়ার অনুভূতি আসলে ভাষায় ব্যক্ত করার নয়।