৩০ জুলাই হঠাৎ ফেসবুক ছেয়ে যায় লাল রঙে। সকল শিক্ষার্থী থেকে শুরু করে ঢালিউড তারকারাও তাদের প্রোফাইল পিক বদলে লাল করে ফেলেন।
কো’টা সং’স্কা’র আ’ন্দো’ল’ন ঘিরে সং’ঘা’ত-স’হিং’স’তায় নি’হ’ত’দের স্মরণে ৩০ জুলাই, মঙ্গলবার দেশব্যাপী শোক পালনের উদ্দেশ্যে শি’ক্ষা’র্থী’রা রাষ্ট্রীয় শোকের রঙ কালোর পরিবর্তে প্রোফাইল পিকচার লাল রঙে পরিবর্তন করে একক ও দলবদ্ধভাবে চোখে-মুখে লাল কাপড় বেঁধে তোলা ছবি বা লাল রঙের ছবি পোস্টের আহ্বান জানিয়েছেন। আর তাদের সেই আহ্বানের পর ফেসবুক রীতিমতো লাল রঙে ছেয়ে গেছে। দেশের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, তারকারা তাদের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে ‘লাল রঙ’ বেছে নিয়েছেন।
নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তার ফেসবুক প্রোফাইল পিকচার লালে পরিবর্তন করে প্রশ্ন ছুঁড়ে লিখেছেন, ফুলগুলো সব লাল হলো কেন?
অভিনেত্রী অপি করিম তার ফেসবুক প্রোফাইলে লাল রঙের ছবি প্রকাশ করে লিখেছেন- ‘শুধু কো’টা নয়, গোটা দেশটার সংস্কার প্রয়োজন।’
দেশের গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও স্বনামধন্য গীতিকার প্রিন্স মাহমুদ তাদের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করেন লাল রঙের দেশের মানচিত্রে।
অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ, অভিনেত্রী মিথিলা, ইরেশ জাকের, সাদিয়া আয়মান, বিপাশা হায়াত, সুনেরাহ বিনতে কামাল, জাকিয়া বারী মম, চিত্রনায়ক নিরব, নায়িকা বিপাশা কবীর, সোহেল রানা, শাহনাজ সুমিসহ অনেক তারকারই প্রোফাইল পিকচারে দেখা যায় লাল রঙ।