চলচ্চিত্র তারকা ও সংসদ সদস্য ফেরদৌস সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি আয়োজিত চলচ্চিত্রের উন্নয়ন ও করণীয় শীর্ষক একটি গোলটেবিলে অংশ নেন। সেখানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সদস্য- নেতা ও শিল্পীরা।
নিজের বক্তব্য প্রকাশের সময় তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চান যেন তিনি অভিনয় চালিয়ে যান- কারণ এটাই তার মূল পরিচয়।
ফেরদৌস আরও উল্লেখ করেন, তিনি যে দ্বায়িত্ব পেয়েছেন তার পাশাপাশি চলচ্চিত্রে উন্নয়নকেন্দ্রিক যেকোনও দাবি তিনি সংসদ পর্যন্ত নিতে আগ্রহী। যেকোন যৌক্তিক দাবিকে পূর্ন সমর্থনও দেবেন তিনি। জোর গলায় বলেন, ‘তা না হলে এই পদ ও ক্ষমতার কোনও মানে নেই..’।
তিরি আরও যোগ করেন, ‘আমার দরজা সবসময়ই খোলা। আমি আপনাদেরই লোক, আমি চলচ্চিত্রেরই মানুষ। আপনারা আমার কাছে আসবেন, সেখান থেকে আমি সবার কথা শুনে ও নিয়ে যাবো সংসদে। চেষ্টা করবো উন্নয়নের অংশীদার হবার।’
ফেরদৌস সভাতে আরও জানান, মাননীয় প্রধানমন্ত্রী নিজেও চলচ্চিত্রকে ভালোবাসেন, এফডিসি ও শিল্পীদের খোঁজখবর রাখেন। তার একটি ভালোবাসার জায়গাজুড়ে আছে বাংলাদেশের শিল্পীরা।